ছিনতাই বাজের ছুরির আঘাতে আহত লরি চালক

0
77

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ছিনতায়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত লরি চালক। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন খালাসি।

শুক্রবার গভীর রাতে পুরাতন মালদার বেহুলা ব্রিজ সংলগ্ন ৩৪নং জাতীয় সড়কের বাইপাসের উপর ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম আবস্থায় ওই লরি চালক বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় খালাসিকে। মালদা থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্তে নামে পুলিশ।

lorry driver injured | newsfront.co
চিকিৎসাধীন আহত লরি চালক। নিজস্ব চিত্র

পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম লরি চালকের নাম রাব্বুল শেখ(২৩)। খালাসির নাম উজির শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার ইমামনগর এলাকায়।

আরও পড়ুনঃ ওভারলোড বালি গাড়ির ধাক্কায় আহত প্রৌঢ়, ক্ষোভে অবরোধ গ্রামবাসীদের

শুক্রবার গভীর রাতে লরিতে সিমেন্ট নিয়ে আসে পুরাতন মালদার নারায়নপুরে। গভীর রাতে পুরাতন মালদার বেহুলা ব্রিজের কাছে লড়ি পার্কিং করে রাখে।

সেই সময় এক ব্যাক্তি চালকের গেট খোলার চেষ্টা করে। বুঝতে পেরে বাধা দেয় চালক রাব্বুল। ছুরি দেখিয়ে সর্বস্ব লুট করার হুমকি দেয়। প্রতিবাদ ও চিৎকার শুরু করলে রাব্বুলের বুকে ছুরি মেরা। চালকে বাঁচাতে ছুটে আসে খালাসি। তাকেও ওই দুষ্কৃতী মারধোর করে পালিয়ে যায়।

আসেপাশের অনান্য লরি চালকেরা দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here