নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গ্রামবাসীদের অভিযোগ থাকার পরও লালগড় থেকে ভাদুতলাগামী রাজ্য সড়কে ওভারলোড বালি গাড়ির দৌরাত্ম্য কমেনি। বেশ কয়েকবার বালি গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটার পরও পুলিশ প্রশাসনের চোখের সামনে দিয়েই এই বালি গাড়ি গুলি যাতায়াত করছিল। সেই বালি গাড়ির ধাক্কাতেই শুক্রবার ফের গুরুতর জখম হলেন এক প্রৌঢ়।
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত মালিদা এলাকায়। আহত ব্যাক্তি একজন স্থানীয় রেশন ডিলার, নাম অশোক কুমার ঘোষ। বাজার থেকে সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় পেছন থেকে আসা একটি বালিভর্তি লরি প্রচন্ড গতিতে তাকে ধাক্কা মারলে তিনি ছিটকে অনেক দূরে পড়েন। মাথায় ও বুকে প্রচন্ড চোট পান তিনি।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে কলকাতা স্থানান্তরিত করতে হয়।
আরও পড়ুনঃ ‘পাবজি’ আসক্ত মৃতপ্রায় সন্তানকে পুর্নবাসন কেন্দ্রে পাঠাতে বাধ্য হল দম্পতি
অন্যদিকে এই ঘটনার পরই উত্তেজিত গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন।গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে দাবি করেন লালগড় ভাদুতলা রাজ্য সড়কে আর কোন বালি গাড়ি চলবেনা। গ্রামবাসীদের চাপে পুলিশকে প্রাথমিকভাবে প্রতিশ্রুতি দিতে হয় যে ওই রুটে আর বালিগাড়ি আপাতত চালানো হবে না। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584