হরষিত সিংহ,মালদহঃ
রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হল সাধারণ দুই ব্যাক্তি। বৃহস্পতিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তালশুড় গ্রামে ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় দুই যুবক বর্তমানে মালদহ শহরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম দুই যুবককের নাম রফিকুল ইসলাম(৩৫)।তিনি পেশায় ব্যবসায়ি ও বাপি হরিজন(২৫) পেশায় কৃষক।দুই জনের বাড়ী হরিশ্চন্দ্রপুর থানার মালিওর দুই পঞ্চায়েতের তালশুড় গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ওই এলাকায় পঞ্চায়েত নির্বাচন থেকেই কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে বিবাদ চলছে।অভিযোগ ওই বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে স্থানীয় এক চায়ের দোকানে তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি ছোঁড়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা।সেই সময় চায়ের দোকান থেকে বেড়িয়ে আসছিল দুই জন।দুষ্কৃতিদের ছোঁড়াগুলি ওই দুই ব্যাক্তির পায়ে লাগে। দুই জনেই গুরুতর জখম হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।দুষ্কৃতীদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ পিতা মাছ চোর সন্দেহে গনপিটুনিতে চিকিৎসাধীন,অপমানে আত্মঘাতী কন্যা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584