সিতাইয়ে গোষ্ঠী কোন্দলে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মা

0
27

মনিরুল হক,কোচবিহারঃ

ফের বিজেপির গোষ্ঠী কোন্দল সিতাইয়ে।এই ঘটনায় গুলিবিদ্ধ এক মহিলা। গুলিবিদ্ধ ওই মহিলার নাম সুধা বর্মণ।ঘটনাটি ঘটেছে সিতাইয়ের খামার সিতাই এলাকায়।

bjp group conflict at sitai | newsfront.co
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

ঘটনার পর গুলিবিদ্ধ মহিলাকে স্থানীয় লোকজন উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয় বলে জানা গিয়েছে। ওই ঘটনার পর সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ,নব্য বিজেপি নুর মহম্মদ প্রামাণিকের অনুগামীরা খামার সিতাই এলাকায় আদি বিজেপি কর্মী ইন্দ্রজিৎ বর্মণের বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। সেই সময় ইন্দ্রজিতের সাথে নুর মহম্মদ প্রামাণিকের অনুগামীদের বচসা বাঁধে।সেই সময় ইন্দ্রজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।সেই গুলি গিয়ে ইন্দ্রজিতের মা সুধা বর্মণের কোমরের উপর লাগে।

চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়।স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে আজ তাকে শিলিগুড়ি রেফার করা হয় বলে জানা গিয়েছে।

স্থানীয় বিজেপির যুবনেতা প্রশান্ত বর্মণ বলেন, “সিতাই এলাকায় সদ্য বিজেপিতে আসা নুর মহম্মদ প্রামাণিক ও পরিমল রায়ের অনুগামীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। যে সমস্ত আদি বিজেপি কর্মী নুর মহম্মদ প্রামাণিকের স্মরনাপন্ন না হচ্ছেন,রাতের তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালানো হচ্ছে। গতকাল রাত ১ টা নাগাদ আমাদের দীর্ঘদিনের বিজেপি কর্মী ইন্দ্রজিৎ বর্মণের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়। তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি গিয়ে তার মা সুধা বর্মণকে লাগে।
বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সিতাই পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে। ফলে সন্ত্রাস দিনদিন বেড়েই চলেছে। এভাবে যদি বিজেপি কর্মীদের উপর আক্রমণ চলতে থাকে তাহলে সিতাই এলাকার মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে। বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।”

যদিও ওই অভিযোগ অস্বীকার করে সদ্য বিজেপিতে আসা নুর মহম্মদ প্রামাণিক বলেন, “ইন্দ্রজিতের মাকে গুলি লেগেছে শুনেছি। যতটুকু জানি ওটা ওদের পারিবারিক ব্যাপার। কিন্তু প্রাশান্ত বর্মণ তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়ার কাছ থেকে টাকা খেয়ে এলাকার কিছু বিজেপি কর্মীকে নিয়ে গোটা সিতাই ব্লকে সন্ত্রাস করে যাচ্ছে।

আরও পড়ুনঃ বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি ইস্যুতে অভিযোগ দায়ের থানায়

এটা আমরা আমাদের জেলা নেতৃত্ব ও সাংসদকে বিষয়টি জানানো হয়েছে। আমাকে কালিমা লিপ্ত করতে এ সমস্ত মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বিজেপিতে কোন গোষ্ঠী কোন্দল নেই। আদি ও নব্য সকলে মিলে আমরা সিতাই এলাকায় দলটাকে পরিচালনা করছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here