নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বোর্ড গঠন কে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধলো। আর এর মাঝে পড়ে আহত হলো কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নেদাবহড়াতে। এদিন এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া চলছিল। সেখানেই ঝাড়গ্রাম থানার স্পেশাল হোমগার্ড বানেশ্বর প্রামাণিক সহ কয়েক জন পুলিশকে মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় পঞ্চায়েত অফিসের সামনে বিজেপির কিছু সমর্থক দাড়িয়ে ছিল। পুলিশ ওখান থেকে দুরে সরতে বলায় বিপত্তি। পুলিশের সঙ্গে চলে তর্কবিতর্ক, তারপরই ধারালো অস্ত্রের হামলা পুলিশের উপর। ছুরির আঘাতে আহত হন ঝাড়গ্রাম থানার স্পেশাল হোমগার্ড বানেশ্বর প্রামাণিক।
বর্তমানে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি। এছাড়াও দুইজন পুলিশ কর্মী জখম হন। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এখনও পর্যন্ত গ্রেপ্তারের কোনও খবর নেই।ঘটনায় পুরো এলাকা থমথমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584