নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
প্রশাসনের পক্ষ থেকে একাধিক বার আশ্বাস দেওয়ার পরেও প্রায় ১৫ দিন ধরে অব্যহত গ্রামীণ এলাকার টোটো চালকদের পথ অবরোধ করে বিক্ষোভ আন্দোলন।
প্রতিদিন পুরাতন মালদার সাহাপুর সেতু মোড় এলাকায় মালদা- নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। প্রতিদিন হয়রানীর স্বীকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার টোটো চালকদের বিক্ষোভ আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায়। অবরোধ তুলতে গিয়ে টোটো চালকদের হাতে আক্রান্ত হল পুলিশ। টৌটো চালকদের ছোড়া ইঁট পাটকেলের ঘায়ে জখম হল ছয় পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও র্যাফ।
আরও পড়ুনঃ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে লাঠি চার্চ করে পুলিশ। প্রায় চার ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বাভাবিক হয় মালদা- নালাগোলা রুটের যান চলাচল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584