চোপড়ায় কংগ্রেস তৃণমূল সংর্ঘষে এক ছাত্রসহ আহত সাত

0
51

নিজস্ব সংবাদদাতা,চোপড়াঃ

কংগ্রেস তৃনমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধুলিগাঁও গ্রাম। সংঘর্ষে এক ছাত্রসহ সাতজন  কংগ্রেস কর্মী আহত হয়েছেন। আহতদের দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অভিযোগ, গত ২২ জুন চোপড়ায় কংগ্রেস নেতা তথা  রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের সভায় যোগদান করার অভিযোগে এই হামলা করা হচ্ছে।

নিজস্ব চিত্র

আরও অভিযোগ চোপড়ার লক্ষীপুর, ডাঙ্গাপাড়া গ্রামগুলিতে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা ঢুকে বেছে বেছে কংগ্রেস কর্মীদের ধরে ব্যাপক মারধর করার পাশাপাশি  তাদের মোটরবাইক কেড়ে নিচ্ছে।  জেলা পুলিশ সুপার জানিয়েছেন, চোপড়ার রামগঞ্জে গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। স্থানীয় তৃনমূল নেতা মহম্মদ আবদুলের নেতৃত্বে তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা কংগ্রেস কর্মীদের ধরে ধরে হামলা চালাচ্ছে।

নিজস্ব চিত্র

মারধর করার পাশাপাশি কেড়ে নেওয়া হচ্ছে সাইকেল,  মোটরবাইক ও মোবাইল। এই ঘটনা নিয়ে চোপড়ার লক্ষীপুর, রামগঞ্জ এলাকায় সাধারন মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here