মনিরুল হক,কোচবিহারঃ
গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তাল হয়ে উঠল দিনহাটা পুটিমারী গ্রাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার পুটিমারি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেপুটেশনকে ঘিরে এই সংঘর্ষের ঘটে। ওই সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। এদের মধ্যে এক তৃণমূল কর্মী বিনয় দাস। বাকি সব ক-জন বিজেপি দলের। তাদের মধ্যে ৩ জন কর্মী-সমর্থক রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিন এই ডেপুটেশনকে ঘিরে গন্ডগোলের খবর পেয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।পরে পুলিশ গেলে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এলাকা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির সূত্রে জানা গেছে, দিনকয়েক আগেই তারা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমতি নেন। সেই অনুযায়ী এদিন বেলা বারোটা নাগাদ দলের কর্মী সমর্থকরা ডেপুটেশন দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাদের রাস্তায় আটকানোর চেষ্টা করে। অভিযোগ, তৃণমূলের সেই ব্যারিকেড ভেঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েতের সামনে গেলে সেখানে তাদের উপর আক্রমণ শুরু হয়।
তৃণমূলের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি নুর আলম হোসেন, যুব তৃনমূলের অজয় রায়, মোশারফ হোসেন প্রমুখের নেতৃত্বে এই আক্রমণ করা হয় বলে অভিযোগ।
এদিন আক্রমণের ফলে বিজেপি কর্মী সমর্থকরা ডেপুটেশন না দিয়ে সেখান থেকে ফিরে আসে বলে দলের অঞ্চল নেতৃত্ব জানান।
বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, এদিন পুটিমারী ২ গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দিতে গেলে পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে। ইট পাটকেল থেকে শুরু করে লাঠি এমন কি ধারাল অস্ত্র দিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণের ফলে দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ইতিমধ্যে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে বলেও তিনি জানান। আগামীতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে আবারও ডেপুটেশন দেওয়া ঠিক করা হবে। সেক্ষেত্রেও বাধা প্রদানের চেষ্টা করা হলে বিজেপি দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
আরও পড়ুনঃ তৃণমূল থেকে দলে যোগদান ঘিরে দ্বন্দ্ব,আক্রান্ত বিজেপি কর্মী
বিষয়টি নিয়ে পুটিমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হানিফুর রহমান বলেন, এদিন বিজেপি দলের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার নাম করে এলাকায় শান্তি বিঘ্নিত করার পাশাপাশি তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584