মনিরুল হক,কোচবিহারঃ
এবার রাজনৈতিক হিংসার শিকার হল এক স্কুল পড়ুয়া। ঘটনায় আতঙ্কিত হয়ে আছে গোটা গ্রাম। ভয়ে আর শঙ্কায় দিন কাটছে ওই এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। গ্রামীণ রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে এনিয়ে বেশ কিছুদিন থেকেই উত্তপ্ত হয়েছিল কোচবিহার ১নং ব্লকের চান্দামারি এলাকা। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল চান্দামারি।
এদিন সকালে ওই এলাকায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে তৃনমূল আশ্রিত সমাজবিরোধীরা বোমাবাজি করে বলে অভিযোগ। আর তাদের ছোড়া বোমায় কোনও বিজেপি কর্মী নয়, গুরুতর ভাবে আহত হয় এক স্কুল ছাত্র। সে বর্তমানে কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন।
ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের নাম সাগর রায়। সে আজ গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করে বাড়ি ফিরছিল।
স্থানীয় বিজেপি নেতা তথা জেলা ওবিসি মোর্চার সম্পাদক নির্মল চন্দ্র মোদক বলেন, ১০টি বাইক ও ২টি মারতি ভ্যানে স্বশস্ত্র কিছু যুবক আচমকাই চান্দামারি বাজারে এসে হামলা চালায়। তারা পরপর বাজার এলাকায় কয়েকটি বোমা ছোঁড়ে এবং বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে করে ওই বোমগুলি ছোঁড়া হয় বলে দাবী করেন।
সেই সময় বিজেপি কর্মীরা পালিয়ে না গেলে বড় ধরনের অঘটন হওয়ার সম্ভবনা ছিল বলে মন্তব্য তার।
যদিও বিজেপির এই ধরনের দাবীকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব বরং তাদের অভিযোগ, গত ২ মাস থেকে বিজেপি ওই এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। তারা তৃনমূল কর্মীদের বাড়ি ভাঙ্গা, দোকান ভাঙ্গা,জমি দখল,তৃনমূলের দলীয় কার্যালয় দখল করছে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে।
আরও পড়ুনঃ স্বামী-স্ত্রী কন্যার মৃত্যু ঘিরে চাঞ্চল্য
এদিন এবিষয়ে কোচবিহার ১নং ব্লকের তৃনমূল নেতা খোকন মিঞা বলেন, “বিজেপির এই সন্ত্রাসে কারনে ভীত এলাকার মানুষ। তারাই আজ এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেখানে কোনোরকম বোমাবাজি হয়নি। যে ছাত্রটি আহত হয়েছে সে ভাঙ্গা রাস্তায় সাইকেল নিয়ে যাবার সময় পড়ে যায়। সেটাকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। ওই ঘটনার সাথে তৃনমূল কোন ভাবেই জড়িত নয়। ওটা বিজেপির গোষ্ঠী কোন্দল বলে তার দাবী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584