সিন্ডিকেটের ঝামেলায় বোমাবাজি,আহত দুই স্কুল পড়ুয়া-সহ ৩

0
39

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

চোপড়া থানার হাপ্তিয়াগছ সৌর বিদ্যুৎ প্রকল্পের সিন্ডিকেটের ভাগাভাগি নিয়ে বোমাবাজি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, মদনভিটা এলাকায়। বোমাবাজি হয় সাধারণ গ্রামবাসীদের বাড়িতেও। ঘটনায় আহত তিন সাধারন গ্রামবাসী।যাদের মধ্যে একজন নবম ও একজন দশম শ্রেনীর ছাত্রী।

injured by bombing | newsfront.co
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য রীনা বেগমের স্বামী ও দেওরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছেন স্থানীয় সিন্ডিকেটের সদস্যরা।এলাকায় ছুটে গেছে বিরাট পুলিশ বাহিনী।

গা ঢাকা দিয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী মোহাঃ সলিমুদ্দিন ও দেওর মোহাঃ নসিরুদ্দীন।

পঞ্চায়েত সদস্যা রীনা বেগম অবশ্য নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পালটা নিজেদের ওপর আক্রমনের অভিযোগ এনেছেন।

আরও পড়ুনঃ চোর ধরতে ডাক গুণিনের, সচেতনতা কর্মসূচি পুলিশ আধিকারিকের

ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। আহত নবম শ্রেনীর ছাত্রী সামসীন বেগম, দশম শ্রেণীর ছাত্রী আফতারা বেগম ও আয়েষা খাতুন নামে তিন জন আহত সাধারণ গ্রামবাসীকে চিকিৎসার জন্য দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here