পিয়ালী দাস,বীরভূমঃ
আজ ভোররাত থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত সাঁইথিয়ার বহড়া গ্রাম।অভিযোগ, তৃণমূলের জেলা কমিটির সদস্য সাধন মুখোপাধ্যায়ের গোষ্ঠীর লোকজন সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলির বাড়িতে বোমা ছোড়ে।বোমা ফেটে জখম হয় একজন।
পালটা হামলায় গুলিবিদ্ধ হয় সাধন মুখোপাধ্যায়ের গোষ্ঠীর একজন।আহতদের সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থানে গেছে পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স।চারজনকে আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার দখল নিয়ে সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলির সঙ্গে তৃণমূলের জেলা কমিটির সদস্য সাধন মুখোপাধ্যায়ের দ্বন্দ্ব চলছে।কিছুদিন আগে এই দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে একটি পারিবারিক ঝামেলা হয়।সেই কারণে গতকাল সন্ধ্যায় সালিশি সভা বসেছিল।সভায় দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে।তার থেকেই সূত্রপাত হয় গোষ্ঠী সংঘর্ষের।
আজ ভোররাত থেকে ব্লক সভাপতি সাবের আলির সঙ্গে জেলা কমিটির সদস্য সাধন মুখোপাধ্যায়ের অনুগামী শেখ সুকুরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।শুরু হয় দফায় দফায় বোমাবাজি।ব্লক সভাপতি সাবের আলির বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।অন্যদিকে, সাবের আলি গোষ্ঠীর পালটা হামলায় জখম হয়েছে শেখ সুকুর গোষ্ঠীর বেশ কয়েকজন বলেও অভিযোগ রয়েছে।ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে তাদের গোষ্ঠীর অনুগামী নাসির শেখ।
খবর পেয়ে পুলিশ বাহিনী গ্রামে গিয়ে তল্লাশি শুরু করে,দুষ্কৃতীদের তাড়া করে গ্রাম ছাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের তল্লাশির পর বর্তমানে এলাকায় পুরুষ প্রায় নেই বললেই চলে। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ মধ্যরাতে সোনার দোকানে ডাকাতির পর ভাঙলো ব্যাঙ্কের তালা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584