নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
সাইকেলকে কেন্দ্র করে দুই সহপাঠীর বচসা ঘরে এক সহপাঠীকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধোরের উত্তেজনা ছড়াল। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আক্রান্ত ছাত্রের পিতাও।ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের কেয়টপাড়া এলাকায়।
বাঁকুড়া গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, কেরানীবাঁধ এলাকার বাসিন্দা অভিজিৎ গড়াইয়ের অভিযোগ, বৃহস্পতিবার পরীক্ষা শেষে তার সহপাঠী বিশ্বনাথ ধীবরের সঙ্গে সাইকেল নিয়ে বচসা হয়।পরে ঐদিন বিশ্বনাথ ধীবরের দাদা জগন্নাথ ধীবর প্রাণে মারার হুমকি দেয়।
বিষয়টি স্কুল কর্ত্তৃপক্ষকে জানালেও কোন কাজ হয়নি বলে তার অভিযোগ। পরে এদিন পরীক্ষা শেষে জগন্নাথ ধীবর স্কুল ক্যাম্পাস থেকে তাকে মারতে মারতে কেয়ট পাড়ায় নিয়ে আরো মারধোর করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ পিকআপ ভ্যানের ধাক্কায় আহত স্কুল ছাত্রী
আহত ঐ ছাত্রের বাবা গগন গরাইয়ের দাবী, ছেলেকে বাঁচাতে গেলে তিনিও মার খান। এই ঘটনায় যুক্ত দোষীদের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত ঐ ছাত্রের বাবা গগন গড়াই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584