লরির চাকায় পিষ্ট হয়ে আহত মহিলা,খালাসীকে গণপিটুনি

0
87

কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ

injured woman at smashed by Lorry 2
আহত মহিলা। নিজস্ব চিত্র

বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক মহিলা।ঘটনাটি ঘটেছে কেশিয়ারি থানার কুলবনী মোড় এলাকায়।আহতর নাম মৌমিতা দে(৫৬)।বাড়ি মেদিনীপুর সদর এলাকার মিত্র কম্পাউন্ডে।আহত ওই মহিলাকে স্থানীয়রা এবং কেশিয়ারি পুলিশ উদ্ধার করে প্রথমে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।তারপর মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।সূত্রের খবর দুর্ঘটনায় ওই মহিলার দুটি পায়ে গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

injured woman at smashed by Lorry
দুর্ঘটনাস্থল। নিজস্ব চিত্র

তারপরে ওই বৃদ্ধাকে কলিকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে তার পরিবার।এদিকে দুর্ঘটনার পর গাড়ির খালাসী কে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা।আহত অবস্থায় গাড়ির খালাসী ভর্তি কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে।খালাসী জানিয়েছে খুব ধীরগতিতে ঝাড়গ্রাম জেলার গোপি থেকে লরিতে করে বাড়ি নিয়ে আসছিল।অসাবধানতাবশত গাড়ির পিছনের চাকায় ওই মহিলা চলে আসায় মহিলা চাকায় পিষ্ঠ হয়ে যায়।

আরও পড়ুনঃ উত্তপ্ত কেষ্টর দুর্গ,মাড়গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ঘিরে ব্যাপক বোমাবাজি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here