চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক

0
37

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Injured youth at fall from running train
আহত যুবক। নিজস্ব চিত্র

ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হলো এক যুবক।ঘটনাটি মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা-নেকুড়সেনি স্টেশনের মাঝের।রেল সুত্রে খবর,এইদিন সকালে বেলদা থানার রানিসোরাই রেলগেটের কাছে রেল লাইনের ধারে এক যুবক কে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় স্টেশনে।

Injured youth at fall from running train
পরিচয় পত্র । নিজস্ব চিত্র

রেল পুলিশের সহায়তায় তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে যুবকের নাম বিজয় উরাং(৩০)।ব‍াড়ি অসমের গুয়াহাটির কেন্দুরামে।সে খড়গপুর থেকে ট্রেনে চেপে আসাম যাচ্ছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে বচসা হাতাহাতি,আহত ২

আহত ঐ যুবককে প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here