নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে নির্বাচকদের সঙ্গে বিতর্কে জড়ান আম্বাতি রায়ডু। অবসরও নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তবে আইপিএলে ব্যাট হাতে নেমে ফের নিজেকে প্রমান করলেন তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলকে জেতালেন।
এবার তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান অজয় জাদেজা। একটি ক্রিকেট শো-তে জাদেজা রায়ডুর বাদ পড়ার পেছনে সরাসরি দোষ দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।
আনলেন বড় অভিযোগ, তাঁর কথায় ‘রায়ডুকে প্রথমে চার নম্বর স্লট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপর এই জায়গার জন্য ক্রিকেটার খোঁজা চলছে, রায়ডুর একদিনের ক্রিকেটে গড় ৫০৷ ভালো ভালো ক্রিকেটারদের এই গড় থাকে না৷
আরও পড়ুনঃ স্বার্থের সংঘাতে ফের বিতর্কে সৌরভ
যখনই দলের অধিনায়ক বদল হয় তখনই ক্রিকেটারদের দল থেকে বাদ হয়ে যেতে হয়৷ দলের অধিনায়কের হ্যাঁ তে হ্যাঁ না বলেন তাঁদের দল থেকে বার করে দেওয়া হয়৷ দলে তাঁরাই থাকতে পারে না৷
আরও পড়ুনঃ আজ থেকেই মাঠে স্মিথ
ও আসলে বিরাটকে তেল দিয়ে চলতে পারেনি তাই ওকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ও বড় দল মুম্বইয়ের বিরুদ্ধে রান করে প্রমান করলো যে ও ফুরিয়ে যায় নি।’ বলে দেওয়া দরকার বিশ্বকাপ দলে জায়গা পাননি৷ এই চার নম্বর জায়গায় বিজয় শঙ্কর ও ঋষভ পন্থকে দেখা হচ্ছিল৷ সেমিফাইনালেই হেরে বিদায় নিয়েছিল ভারত৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584