নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
পনের দাবিতে গৃহবধূকে পুরিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে।
কান্দি মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় গৃহবধূকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য। আক্রান্ত গৃহবধূর নাম সাবিনা জাসমিন বিবি।

মুর্শিদাবাদ জেলার সালার থানার গুলাহাটিয়া গ্রামের বাসিন্দা আকবর সেখের সাথে সালার থানার মাধাইপুর গ্রামের বাসিন্দা সাবিনা জাসমিন গত চার মাস আগে প্রেম করে বিয়ে হয়।
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুন বহরমপুরের একটি বহুতলে
কিন্তু বিয়ের চার মাস পর অতিরিক্ত পনের দাবিতে সোমবার সকাল আটটা নাগাদ ওই গৃহবধূকে সালার থানার অন্তর্গত গুলাহাটিয়া গ্রামে শ্বশুর বাড়িতে স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা আগুন লাগিয়ে পুরিয়ে মারার চেষ্টা করে। গুরুতর জখম অবস্থায় প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584