শিব শংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসন ভার গ্রহনের পর থেকেই বিভিন্ন রাজ্যের নদী, খাঁড়ি প্রভৃতির সংস্কারে উদ্যোগী হয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কামার পাড়ার ঘুপসি খাঁড়ি সংস্কারে উদ্যোগী হল বালুরঘাট ব্লক প্রশাসন। সেই লক্ষ্যে বালুরঘাট মহকুমার বিডিও সুস্মিতা সুব্বা ঘুপসি খাঁড়ি পরিদর্শনে যান। কামার পাড়ার মোরান নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন এই খাড়ি সংস্কারের দাবি জানালে সেই ডাকে সাড়া দিয়ে ব্লক প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে।
সেই কারনেই বালুরঘাটের বিডিও সুস্মিতা সুব্বা নিজে ঘুপসি খাঁড়ি পরিদর্শনে যান এবং খাঁড়ির বর্তমান অবস্থা সম্পর্কে সরজমিনে থেকে বোঝার চেষ্টা করেন। তিনি আশ্বাস দেন এম.জি.এন.আর.ই.জি.এ প্রকল্পের অধীনে অতিদ্রুত এই খাঁড়ির ব্যাবস্থা করা হবে। ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584