রেশনের দুর্নীতি নিয়ে রণক্ষেত্র মন্তেশ্বর

0
53

শ্যামল রায়, কালনাঃ

রেশনে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মন্তেশ্বর। তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার নেয়। রণক্ষেত্রের চেহারা নেয় মন্তেশ্বরের শুশুনিয়া গ্রাম। ২ মহিলা সহ ১০ জন জখম হয়েছেন। রবিবার মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে, রেশনের দুর্নীতি নিয়ে শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুজন মহিলা সহ মারাত্মকভাবে জখম হয়েছেন ১০ জন। এই ঘটনা তদন্তে নেমে মন্তেশ্বর থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

injured | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনার সূত্রপাত শনিবার থেকে। জানা গিয়েছে, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের তুল্লা গ্রামে রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য সামগ্রী কম দেওয়া এবং কেরোসিনের দাম বেশি নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে ওই রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযোগ, রেশন ডিলারের পক্ষে তৃণমূলের একটা গোষ্ঠীর লোকজন মদত দিচ্ছিল, অন্যদিকে গ্রাহকদের পক্ষে তৃণমূলের একটা অংশ সক্রিয় ছিল। শেষ পর্যন্ত রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূলের ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের রূপ নেয়।

আরও পড়ুনঃ প্রকাশ্যে দাঁতন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি নেতা সায়ন্তনের

জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষের সঙ্গে অঞ্চল যুব তৃণমূল নেতা নাসির উদ্দিন খানের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়। রেশন ডিলারের পক্ষে নাসিরুদ্দিন মদদ দেয় বলে অভিযোগ রয়েছে। এদিন ২ গোষ্ঠীর সংঘর্ষে রেশন দোকান ভাঙচুর এবং মোটরবাইক ভাঙচুরের ঘটনাও ঘটে। ইতিমধ্যে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে রেশন ডিলারের সাথে তৃণমূল নেতা নাসিরুদ্দিনের লেনদেন রয়েছে। তাই তার পক্ষ নিয়ে তৃণমূলকে ক্ষতি করছে বলে তৃণমূলের আরেক একটা অংশের অভিযোগ।

আরও পড়ুনঃ রাস্তা নির্মান নিয়ে তদন্তের নির্দেশ, বিতর্ক শুরু

তৃণমূল নেতা শুকুর আলির অভিযোগ, নাসিরুদ্দিনের অত্যাচারে এলাকার মানুষ ক্ষোভ বাড়ছে। তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি আহমেদ হোসেন শেখের সঙ্গে নাসির উদ্দিনের দ্বন্দ্ব রয়েছে। তাই এই ধরনের ঘটনা। তবে নাসিরুদ্দিন এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘তৃণমূলের প্রকৃত কর্মীরা আমার সঙ্গে মারামারি গন্ডগোল করছে না। অন্য দল থেকে আসা কিছু মানুষ তৃণমূলকে ব্যবহার করে এই ধরনের গন্ডগোল পাকিয়ে দলকে ক্ষতি করছে।’

রবিবার স্থানীয় তৃণমূল বিধায়ক সৈকত পাজা জানিয়েছেন, ‘পরিকল্পিতভাবে একদল লোক তৃণমূলকে ক্ষতি করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যারা দুর্নীতিতে মদদ দিচ্ছে, তারা দলের কেউ না।’ তবে তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানান, ‘আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা এই ধরনের বিবাদ করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলে আমি জানিয়ে দিয়েছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here