সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
দুটি মিছিলেই আইএনটিটিইউসি-র পতাকা। কিন্তু প্রথম মিছিলের নেতৃত্বে প্রাক্তন নেতা, দ্বিতীয় মিছিলের নেতৃত্বে বর্তমান নেতা। দুটি মিছিল এবং বর্তমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়ালের মিছিলে আইএনটিটিইউসি প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি আদতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে নিয়ে আনল বলে মনে করছে সংগঠনের নেতা-কর্মীদের একাংশ।
দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক সংগঠনের বিষয়ে প্রভাতবাবুকে নির্দেশ দিয়েছিলেন কোনরকম হস্তক্ষেপ না করার। কিন্তু দুটি মিছিল এবং বিশ্বনাথ পারিয়ালের মিছিলে প্রভাতবাবুর অনুপস্থিতি আসলে মুখ্যমন্ত্রীর বার্তার পরেও লাগাম পড়েনি বলেই মত অনেকের।
আরও পড়ুনঃ দাবি পূরণের প্রতিবাদে বিক্ষোভ আইটিআই কর্মীদের
বস্তুত এনআরসি এবং দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনার প্রতিবাদে দুর্গাপুর পুরসভার মেয়র পরিষদ (নিকাশি) প্রভাতবাবুর নেতৃত্বে শহরে মিছিল হয়। যদিও এই মিছিলটিকে দলের অনুমোদনহীন বলে মন্তব্য করেছেন দুর্গাপুর ২ তৃণমূল ব্লক সভাপতি শরদিন্দু বিশ্বাস।
তবে দ্বন্দ্বের কথা বিশ্বনাথবাবু বা প্রভাতবাবু কেউ স্বীকার করেননি। প্রভাতবাবু বলেন, ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। ব্লকে একটি মিছিল হবে এমন কথা বলা হয়নি। মানুষ স্বতস্ফূর্তভাবে মিছিলে যোগ দিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584