নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে কলেজে উঠল দুটি পতাকা। আর এতেই শুরু হল রাজনৈতিক তরজা। একটি পতাকা কলেজের ভিতরে, একটি বাইরে। কলেজের ভিতরে পতাকা উত্তোলন করলেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ও কলেজের গেটে পতাকা উত্তোলন করলেন তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি দেবীপ্রসাদ প্রামানিক।
কেন একই দলের দুই নেতা আলাদা আলাদা পতাকা উত্তোলন করলেন এতেই উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোন জেলা নেতৃত্বের বক্তব্য পাওয়া যায়নি।শুক্রবার ছিল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাতসকালে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুস্তাফা আলীর নেতৃত্বে কলেজের মধ্যে তোলা হয় তৃণমূলের পতাকা।
আর কিছুক্ষণ পরেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিদ্যাসাগর কলেজের মূল গেটে তোলা হয় আরেকটি পতাকা, তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি দেবপ্রসাদ প্রামানিকের নেতৃত্বে। কেন এমনটা হল সকলেই এই বিষয়ে এড়িয়ে যান।
মুস্তাফা আলী বলেন, “জানিনা, আমরা ভিতরে পতাকা তুলেছি, তারপরে বাইরে এসে দেখছি আবার একটি পতাকা কে তুলেছে।” দেবীপ্রসাদ প্রামানিক বলেন, “জানিনা ভিতরে কারা তুলেছিল, আমরা কলেজের গেটে পতাকা তুললাম আজকের দিনকে সামনে রেখে।”
আরও পড়ুনঃ ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের দাবিতে বিক্ষোভ, ডেপুটেশন
আর এই ঘটনাকে নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসল!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584