নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই কোন্দলে জেরবার বিজেপি। সেই কোন্দল এতটাই বেড়েছে যে খোদ অমিত শাহের কাছে নালিশ ঠুকলেন বাংলার চার সাংসদ। দিল্লির বিজেপি সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং আরও দুই সাংসদ অর্জুন সিংহ ও জগন্নাথ সরকার শাহের সঙ্গে দেখা করে বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে অভিযোগ জানিয়েছেন। তবে ওই বৈঠক নিয়ে ওই মন্ত্রী এবং সাংসদদের কেউই মুখ খোলেননি। তাঁদের কারও সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি।
বিজেপি সূত্রের খবর, দলে বেশ কিছু দিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব দানা বাঁধছে। দলের একাংশের অভিযোগ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় সংগঠনে ‘কাজের লোকেদের’ চেয়ে ‘কাছের লোকেদের’ বেশি গুরুত্ব দেন। ফলে যোগ্য লোকেরা নিষ্ক্রিয় থাকেন। এমন চললে আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে হারানোর স্বপ্ন অধরাই থাকবে।
সোমবার দিল্লিতে দলীয় বৈঠকে প্রকাশ্যেই এই ক্ষোভ উগরে দেন অর্জুন-সহ অনেকে। পরে অবশ্য দিলীপবাবু, সুব্রতবাবু এবং অর্জুন দাবি করেন, এমন কোনও দ্বন্দ্ব দলে নেই এবং তার প্রকাশও বৈঠকে ঘটেনি। কিন্তু দিল্লির বিজেপি-র একটি সূত্রের দাবি, ওই দ্বন্দ্ব সংক্রান্ত অভিযোগ নিয়েই বাবুল, স্বপনবাবু, অর্জুন এবং জগন্নাথ শাহের কাছে দরবার করেছেন।
আরও পড়ুনঃ শিল্প সম্মেলনে লগ্নির চেয়ে কি বেশি জাঁকজমকের খরচ! হিসেব তলব রাজ্যপালের
যদিও বিজেপির রাজ্যসভা দিলীপ ঘোষ বলেন, “চার বিজেপি সাংসদের বৈঠকের বিষয়ে আমার কিছু জানা নেই। কিছু বলারও নেই।’’ এ বিষয়ে সুব্রতবাবুর প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন এবং মেসেজ করা হয়। তিনি ফোন ধরেননি, মেসেজেরও জবাব দেননি।
আরও পড়ুনঃ পুরসভার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশিত হল ফিরহাদের নম্বর দেওয়া পুর-বিজ্ঞাপন
অন্যদিকে, মুকুল রায়কে দলে ফের ‘সক্রিয়’ করে তোলা নিয়েও শাহের কাছে রাজ্যের দুই সাংসদ আর্জি জানিয়েছেন বলে সূত্রের খবর। তারইমধ্যে আগামী সোমবার আবার ‘ব্যক্তিগত কারণ’-এ দিল্লি যাচ্ছেন মুকুল। মুকুল নিজে দাবি করেছেন, সেখানে তাঁর সঙ্গে শাহ বা অন্য কোনও নেতার সঙ্গে বৈঠকের কর্মসূচি নেই। কিন্তু দিল্লির বিজেপি সূত্রের দাবি, শাহ বা দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার সঙ্গে মুকুলের বৈঠক হতে পারে। তার আগে শুক্রবারের ওই বৈঠক নতুন করে কৌতূহলী করে তুলছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584