সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
একাধিক দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেসের সর্মথকেরা । তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সামনে দলীয় পতাকা ধরে বিক্ষোভ দেখালেন শতাধিক আন্দোলনকারী । মগরাহাট এক নম্বর ব্লকের উস্থি গ্রাম পঞ্চায়েতের ঘটনা । বিক্ষোভ দেখানো হয় মগরাহাট ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ইমরান হাসানকে ঘিরে । এই আন্দোলনে নেতৃত্ব দেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য জাকির হোসেন শেখ ৷
অভিযোগ উস্থি গ্রাম পঞ্চায়েতের ২৭ টি বুথের মধ্য ১২৪ ও ১২৩ নং বুথে একাধিক দুর্নীতি করে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জয়ন্ত মাইতি । আমফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত। বিরোধী দল তো দূরের কথা তৃণমূল দল করেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ । তাদের আরও অভিযোগ রাস্তা নির্মিত হয়নি অথচ শিলান্যাস করে টাকা তুলেছে পঞ্চায়েতের নেপথ্য অঞ্চল সভাপতি ।
নবান্নের ঘোষনা অনুযায়ী করোনায় যারা ভিন রাজ্যর শ্রমিক তাদেরকে একশ দিনের কাজের মধ্য টাকা দেওয়া হবে । তা না করে সেখানকার অঞ্চল সভাপতি পুকুর খনন করে জেসিপি বসিয়ে মাটি কেটে টাকা আত্মসাৎ করেছে । এর পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ।
আরও পড়ুনঃ এক মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় পাকড়াও স্বঘোষিত সমাজসেবী
যদিও যারা পতাকা নিয়ে এসেছে তারা কেউ দলের লোক নয় বলে দাবি করেছেন যুব তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি । বিজেপি চক্রান্ত করে এই কাজ করেছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দাবি আন্দোলন কারীরা বোমাবাজি করেছে । প্রশ্ন যারা ক্ষতিগ্রস্ত আন্দোলনে সামিল, তারা কি ভাবে অভিযোগকারীদের ওপর বোমা মারবে ?হামলা করবে? না এর নেপথ্য উঠে আসছে তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল। যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ।
আরও পড়ুনঃ সহকর্মী খুনে ধৃত বিএসএফ জওয়ানের ৮ দিনের পুলিশি হেফাজত
বিজেপির দাবি তৃণমূল দলের লোক নিজেরা দুর্নীতি করেছে। যারা প্রকৃত দল করে তারা আজ টাকা পাচ্ছেনা ,সুযোগ সুবিধা পাচ্ছেনা । ফলে মানুষ বীতশ্রদ্ধ । ২১শে বিধানসভায় মানুষ এর জবাব দেবে । এখনও চলছে বিক্ষোভ কর্মসূচি । ঘটনা স্থলে হাজির হয়েছে উস্থি থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584