মনিরুল হক,কোচবিহারঃ
স্কুলের পঞ্চম শ্রেণীর ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ী হরিরধাম হাই স্কুলে।পাশাপাশি এদিন বিদ্যালয়ের ৩১ জন ছাত্রছাত্রীকে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।এদিন ওই বিদ্যালয় চত্বরে মঞ্চ বেঁধে স্কুলের নবাগত খুদে পড়ুয়াদের নবীনবরন অনুষ্ঠান করে অনন্য নজির গড়ে তুললেন ওই স্কুল কর্তৃপক্ষ।এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় দত্ত, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পুলেন্দ্র নাথ অধিকারী, তুফানগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বপন কুমার আইচ,অমরেন্দ্র বসাক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।
তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ী হরিরধাম হাই স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় দত্ত বলেন, “এর আগে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল ছুট ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের বুঝিয়ে ফের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে এসেছি।এবার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান করলাম।পাশাপাশি স্কুলের ৩১ জন পড়ুয়া যাদের বাবা গত হয়েছেন তাঁদের মধ্যে শীত বস্ত্র দেওয়া হয়।আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রিদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করেতে। যাতে কোন ছাত্রছাত্রী মাঝ পথে স্কুল ছেড়ে না যায়।যেখানে জেলার আনেক স্কুলেই পড়ুয়াদের সংখ্যা কমছে,সেখানে গত বছরের তুলনায় দেড় শতাধিক পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তুফানগঞ্জের এই অন্দরান ফুলবাড়ী হরিরধাম হাইস্কুলে।বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে,বর্তমানে এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৮৭৫ জন।এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৯২২ জন।বিদ্যালয়ের নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা অনুরাগী মানুষেরা।
আরও পড়ুনঃ বিভিন্ন দাবি নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাঁচাও যৌথ সংগ্রাম কমিটির আন্দোলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584