সরকারি হাসপাতালের ওপর আস্থাহীনতা বাড়ছে,ডেঙ্গি আক্রান্ত রোগী নিয়ে পরিবার যাচ্ছে অন্যত্র

0
65

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

বর্ষা যেতে না যেতেই একবার ফের ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গি। এর ফলে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। যার মধ্যে শিলিগুড়ির একজন ছোট শিশুকন্যাও রয়েছে। ঠিক তেমনই বেশ কিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন বছর চোদ্দোর সুদীপ্ত বিশ্বাস। সে শিলিগুড়ি পৌরনিগমের শক্তিগড় এলাকার বাসিন্দা। এরপর প্রথমে ডাক্তার দেখান হয় । কিন্তু জ্বর কমছিল না। এরপর সুদীপ্তকে তার পরিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকে দেখালে রক্ত পরীক্ষার জন্য বলা হয়। এবং রক্ত পরীক্ষায় ধরা পরে ডেঙ্গু।

নিজস্ব চিত্র

এরপর সোমবার সকালে তাকে ভর্তি করা হয় । কিছুটা সুস্থ হলেও সুদীপ্তর পরিবার সরকারি হাসপাতালের উপর আস্থা না রেখে তাকে এদিন ছুটি করিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। যদিও এই বিষয়ে উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুপার কৌশিক সমাজদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে একজন রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে। তবে সেই রোগীর ভালভাবেই চিকিৎসা চলছিল। কিন্তু কেন তার পরিবার তাকে ছুটি নিয়ে বাড়ি নিয়ে গেল সেটা জানা নেই। অপরদিকে প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষ কি সরকারী হাসপাতালে উপর আস্থা হারিয়ে ফেলেছে নাকি অন্য কোন কারন রয়েছে। তবে বার বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকারি হাসপাতালকে।

আরও পড়ুনঃ বিভিন্ন দাবি নিয়ে কেন্দ্রীয় জন অধিকার যাত্রা শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here