স্কুলের মিড ডে মিলে পোকা, গ্রামবাসীদের বিক্ষোভ

0
72

শ্যামল রায়,নবদ্বীপঃ

Insect on mid day meal food
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার নবদ্বীপ থানার মহিশুরা গ্রাম পঞ্চায়েতের অধীন মাঝের চরা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে নিয়ে পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন বিদ্যালয়ে।

Insect on mid day meal food 2
অফিস ঘর ঘেরাও করেছেন অভিভাবকরা। নিজস্ব চিত্র

গ্রামবাসীদের অভিযোগ মিড ডে মিল ভালো খাবারের জন্য অর্থ বরাদ্দ করে,অথচ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে নিয়ে উঠছে প্রশ্ন।নিম্নমানের খাবার দেওয়া হয় পড়ুয়াদের এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।
বরাদ্দকৃত অর্থ দিয়ে পড়ুয়াদের মধ্যে মিড ডে মিলের খাবার ভালো মানের করা হোক এই দাবিতে সরব হয়েছিলেন অভিভাবক অভিভাবিকারা।গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা।বন্ধ হয়ে যায় পড়ুয়াদের পঠন পাঠন।পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন নবদ্বীপ ব্লকের বিডিও প্রকাশ মাহাতো এবং নবদ্বীপ থানার পুলিশ।মাঝের চড়ার বাসিন্দা রহিদুল শেখ, সেলিম উল্লাহ,খাইরুল শেখ,সাদী শেখ প্রমুখ অভিযোগ জানান যে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে সমস্যা ছিল। এদিন মিড ডে মিল খাবারের সময় ছাত্র ছাত্রীরা খাবারে পোকা দেখতে পায়।ওই খাবার খেয়ে অনেকেই অস্বস্তি বোধ করে।দুই এক জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে বলে খবর।

 

Insect on mid day meal food 3
মিল। নিজস্ব চিত্র

অভিভাবক ও অভিভাবিকা দের অভিযোগ যে বিদ্যালয় এর সামনের মাঠ সংস্কার না হবার কারণে অল্পতেই বৃষ্টি হলে জল জমে এখানে, ক’দিন ধরে বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ ও জলের মধ্যেই বসে অনেককে মিড ডে মিলের খাবার খেতে হয়েছে ছাত্র-ছাত্রীদের এমনটাও অভিযোগ রহিদুল শেখ সহ অনেকের।যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার দাস জানিয়েছেন যে,”দীর্ঘদিন ধরে মিড ডে মিল খারাপ একথা ঠিক নয়,এদিন খাবারের মধ্যে যেভাবেই হোক একজনের খাবার পাতে পোকা পাওয়া গেছে তাই বলে সকলের পাতে পোকা পাওয়া যায়নি।গ্রামবাসীরা অনেক সময় উত্তেজিত হয়ে ক্ষোভে ফেটে পড়েছেন আমরা পরিস্থিতি সামাল দেয়ার জন্য সকলকে বুঝিয়েছি ।”

আরও পড়ুনঃ মিড ডে মিল খেয়ে অসুস্থ বাঘনাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ পড়ুয়া

 

Insect on mid day meal food 4
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসা প্রশাসনিক আধিকারিকের কাছে অভিযোগ গ্রামবাসীর। নিজস্ব চিত্র

তবুও শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন যে অদূর ভবিষ্যতে তারা বিষয়টি সতর্কতার সঙ্গে এবং নজরদারিতে মিড ডে মিল পরিবেশন করবেন পড়ুয়াদের জন্য।যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রকাশ মাহাতো অভিভাবক অভিভাবিকাদের কাছে বিষয়টি জানিয়েছেন যে অদূর ভবিষ্যতে যাতে মিড ডে মিলের কোনো রকম ত্রুটি না হয় সে ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন দেখেছেন।এই বিদ্যালয় কমপক্ষে দুই শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here