দাঁতনে ‘হালখাতা’ খোলার হুঁশিয়ারি ভারতীর

0
195

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

bjp meeting at dantan | newsfront.co
নিজস্ব চিত্র

‘রাজ্যে রাক্ষসের রাজত্ব চলছে, রাক্ষসরাজ রক্ত খাচ্ছে।আর এই রাক্ষসরাজ যখন চলে তখন মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে।’ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে এসে এমনই কটাক্ষ করেন ভারতী ঘোষ।

bharati ghosh | newsfront.co
ভারতী ঘোষ।নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, রাজ্যে তৃণমূল ও পুলিশ প্রশাসন যেভাবে আমাদের কর্মীদের কর্মীদের উপর অত্যাচার করে যাচ্ছে বিনা দোষে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, যখন আমরা ক্ষমতায় আসব তখন সেই কেস গুলি আবার রি ওপেন করবো।

samit Kumar das | newsfront.co
সমিত কুমার দাস।নিজস্ব চিত্র

একই সাথে তিনি বলেন, নারদা সারদার থেকেও বড় দুর্নীতি হচ্ছে কাটমানি দুর্নীতি, নারদা সারদা কেলেঙ্কারিতে যেমন নাম জড়িয়েছে বড় বড় নেতাদের তেমন কাটমানি নাম জড়িয়েছে নিচের তলার সমস্ত তৃণমূল কর্মীদের নাম, আমরা ক্ষমতায় এলে এর প্রত্যেকটা বিষয় তদন্ত করব।

একই সাথে ভারতী এদিন বিদ্বজনকে কটাক্ষ করে বলেন, “কে বিদ্বজন? কারা বিদ্বজন? যখন ডায়মন্ড হারবার, সন্দেশখালিতে আমাদের কর্মীকে মারছিল, কর্মী দেবদাস মন্ডলকে এখনও ফেরত দেয়নি বিদ্বজনেরা কোথায় ছিলেন?কামদুনি থেকে পার্কস্ট্রিটে যখন মহিলাদের গনধর্ষন করা হয়েছিল কোথায় ছিল বিদ্বজন? আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে তখন বিদ্বজ্জন কোথায়? বিদ্বজন হতে গেলে প্রথমে সমাজ ব্যবস্থার অধিকাংশ লোক বলবে বিদ্বজন।

কাটমানি প্রসঙ্গে তিনি বলেন ‘কোথায় থেকে বালি তুলছে,কয়লাখনি থেকে কয়লা তুলছে? কোথায় থেকে কাটমানি নিচ্ছে তৃণমূল আমাদের সব খাতায় লেখা আছে, যখন ক্ষমতায় আসব তখন এদের হালখাতা খোলা হবে।’

দাঁতনের ঘোলাই মোড়ে প্রকাশ্যে জনসভায় এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে বিজেপি বিরোধী মিছিল তৃণমূলের

bharati ghosh at hospital | newsfront.co
আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে ভারতী।নিজস্ব চিত্র

এদিন সভার শেষে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন ভারতী ঘোষ।

এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সমিত কুমার দাস সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here