চৌকিদার প্রসঙ্গে কটাক্ষ মানসের

0
44

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

insinuation-of-manas-about-chowkidar
নিজস্ব চিত্র

চৌকিদারের ওপর মানুষের ভরসা নেই , বললেন মানস।বুধবার কেশিয়ারি আর দাঁতনের প্রচার সভা থেকে মানস ভুইঁয়া বলেন , ‘চৌকিদারের ওপর দেশের মানুষের ভরসা নেই।তাঁর বিদায়ের আভাস দিয়ে দিয়েছেন।তাই তাঁকে প্রতি সভা থেকে বুক চাপড়ে বলতে হচ্ছে চৌকিদারের হাতেই সুরক্ষিত রয়েছে দেশ।’

এবারের লোকসভা ভোটে দাঁতন ও কেশিয়ারি ব্লককেই পাখির চোখ করছে তৃণমূল।আগের লোকসভা ও বিধানসভা ভোটে এই দুই ব্লকে তৃণমূল নিজেদের জয় ধরে রাখতে পারলেও পঞ্চায়েত ভোটে কেশিয়ারিতে রাজনৈতিক শক্তি হারায় তৃণমূল।নিজেদের শক্তি বাড়িয়ে এখানকার বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসন দখল করে বিজেপি। তবে বিজেপি পঞ্চায়েত দখল করলেও উন্নয়ন মূলক প্রকল্প গ্রামবাসীদের কাছে জেলা পরিষদের মাধম্যে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। এরফলে মানুষ আবার তৃণমূলের দিকেই ফিরছেন।দাঁতনেও আগের থেকে অবস্থা ভালো হয়েছে তৃণমূলের।

 

insinuation-of-manas-about-chowkidar
নিজস্ব চিত্র

পথসভায় তিনি কেন্দ্র সরকারকে নোট বন্দি ,দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি,রান্নার গ্যাসের দাম বাড়ানো,ব্যাঙ্ক একাউন্টে প্রতিটি মানুষের ১৫ লক্ষ টাকা করে জমা করা প্রসঙ্গে কটাক্ষ করেন মানস বাবু।তিনি বলেন, ‘এ পর্যন্ত রাজ্যের যেকটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তাতে তৃণমূল এগিয়ে রয়েছে,বিজেপি শূন্য পেয়েছে।’

প্রচন্ড রোদ আর গরম ঊপেক্ষা করেই এদিনের প্রচার ও পথসভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।।মানস ভুঁইয়া বলেন,’শান্তিপূর্ণ বাংলায় যারা তরোয়াল নিয়ে মাথায় ফেট্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে তারা একদিন হার্মাদ ছিল।লাল পোশাক বদলে তারা এখন গেরুয়া পোশাক ধরেছে।’
বাংলায় কোনোদিনই পদ্ম ফুটবে না বলেও কটাক্ষ করে তিনি বলেন , “সিপিএমের লোকেরা কাস্তে হাতুড়ি ছেড়ে পচা পদ্ম ধরেছেন।২০১১ সালে সিপিএমের সর্বনাশ হয়েছে ৩৪ বছরে কোনো কাজ করেনি বলে, আর ধর্মের নামে হাতে তরোয়াল নিয়ে ঘুরে বেড়ানো ভয়ংকর বিজেপিকে মানুষ কখনো আপন করতে পারেননা।তাঁরা মানুষের শত্রু।”

ভোটারদের উদ্দেশ্যে বলেন , ‘ ৫ বছর ধরে যারা তিলে তিলে শোষণ করেছে ইভিএমের বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে তাঁদের কুপোকাত করুন।মোদী জিতলে রান্নার গ্যাস হাজার টাকা ছাড়াবে।আর মমতা ব্যানার্জিকে ৪২ এ ৪২ দিলে উনি নতুন দেশ উপহার দেবেন।’

আরও পড়ুনঃ বামপন্থী ও মাওবাদীর থেকে অত্যাচারী দিদির সিন্ডিকেট বাহিনী বললেন নির্মলা

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুঁইয়ার এদিনের প্রচারে সঙ্গে ছিলেন কেশিয়ারি ব্লকের তৃণমূল সভাপতি পবিত্র শিট, বিধায়ক পরেশ মুর্মু,দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here