সুনন্দরকে আলু পেঁয়াজওয়ালা বলে উল্লেখ পার্থর

0
63

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Insinuation of Partha to sunandar
নিজস্ব চিত্র

গতকাল দুর্গাপুরে সুনন্দর সিংহ আহালুওয়ালিয়ার বক্তব্যের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুনন্দর সিংহ আহালুওয়ালিয়কে
আলু পেঁয়াজ ওয়ালা বলে কটাক্ষ করেন।

Insinuation of Partha to sunandar
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনা রোডে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেন ভোট প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কটাক্ষ করেন।

Insinuation of Partha to sunandar
নিজস্ব চিত্র

শুধু তাই নয়,তিনি আরও বলেন বিজেপি,কংগ্রেস ও সিপিএম এঁদের কোনও জনভিত্তি নেই সৈন্য বাহিনীর ওপর নির্ভর করে থাকতে হয়।ভোটের উপর নির্ভর করে এরা সাধারণ মানুষের মধ্যে যায় না,আর যাবে কী করে যাওয়ার মুখ থাকা দরকার,এইসব দলগুলি পুনরায় সিঙ্গুর নন্দীগ্রাম করার চেষ্টা করছে।এমন ভাবেই বিরোধী দলগুলোর বিরুদ্ধে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়,তিনি জেলার প্রাক্তন আইপিএস তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে বলেন,উনি আগে সারা গ্রাম বাংলায় ঘুরে আসুন কিভাবে গ্রামবাংলার মানুষদের উপর উনি কিভাবে অত্যাচার করেছে,এখন তাঁর বিরুদ্ধে নানান অজানা ইতিহাস বেরিয়ে আসছে।আগেই যদি দল জানত তাহলে কবে বিদায় দিয়ে দিত এমনই বক্তব্য করেন পার্থবাবু।

Insinuation of Partha to sunandar
নিজস্ব চিত্র

অন্য দিকে গত বুধবার দুর্গাপুরে বিজেপি প্রার্থী সুনন্দর সিংহ আলুলিয়া বলেছিলেন নির্বাচনের ফল ঘোষণার ছয় মাস বাদে আবার পুনরায় ভোট করাতে হবে,তার পরিপ্রেক্ষিতে পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন ও সব আলু পিঁয়াজ বালাদের চিনি না,আগে দেখা যেত পাহাড়ে,তার পর যেখানে থাকার কথা সেখান থেকে চলে গেলেন দিল্লি।ওনার কোনও গুরুত্ব নেই বাংলায় এমনই বক্তব্য দেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ ইংরেজি কথোপকথনের শর্তে সিআইডি জেরার মুখোমুখি হতে রাজি ভারতী

Insinuation of Partha to sunandar
নিজস্ব চিত্র

এই দিন এই জনসভায় উপস্থিত ছিলেন,ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সারেন, জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা সভাপতি অজিত মাইতি সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here