কালিয়াগঞ্জের পথসভায় কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে সেলিমের তোপ

0
61

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

insinuation of Selim against central and state
নিজস্ব চিত্র

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বোঝা পরায় উত্তর দিনাজপুর জেলার সমস্যা মেটানো সম্ভব হচ্ছেনা।মোদীর সাথে দিদির তলে তলে বোঝাপড়ার কারণেই উত্তর দিনাজপুর জেলাবাসীদের দীর্ঘ দিনের দাবি সকালে রাধিকাপুর থেকে কলকাতা গামী ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঠিক একই রকম ভাবে রায়গঞ্জের জন্য অনুমোদন এমস নামক হাসপাতালটি দিদির সাথে মোদির বোঝা পড়ায় কল্যানিতে নিয়ে যাওয়া হয়।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পীরপুকুরে একটি পথ সভায় রায়গঞ্জের সাংসদ মঃ সেলিম এই কথা বলেন।তিনি বলেন, “রেল মন্ত্রীর সাথে সমস্ত রকম কথা বলে রাধিকাপুর-কলকাতা সকালের একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেবার পরে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ বাধা দিলে সেই ট্রেন আর চালানো যায়নি।তাহলে কোথায় বিজেপির সাথে তৃণমূলের লড়াই?এরা পয়সার এপিঠ ওপিঠ মাত্র।ঠিক একই ভাবে পূর্বের কেন্দ্রীয় সরকার রায়গঞ্জের জন্য এমস হাসপাতাল নির্মাণের সবুজ সংকেত দেবার পরেও মমতা ব্যানার্জীর কথায় তা কিভাবে কল্যানিতে চলে যায়।এর পরেও কি বুঝতে কোন অসুবিধা হয় এই দুই দল রাজ্য ও কেন্দ্রের সরকার মিলে জুলে চালাচ্ছে না?বামপন্থীরা এর তীব্র বিরোধিতা করে আসছে এবং বলে আসছে এদের মধ্যে গোপনে গোপনে সব আলোচনা অবশ্যই হয়।তাছাড়া ভাবা যায় প্রধান মন্ত্রী সড়ক যোজনার টাকায় রাস্তার কাজ হচ্ছে অথচ সেই সাইনবোর্ড মুছে দিয়ে লেখা হচ্ছে বাংলা সড়ক যোজনা?বিজেপি র কোন প্রতিবাদ নেই।আসলে এরা যেমন ঘাস ফুল তেমনি পদ্ম ফুল।”

আরও পড়ুনঃ রাণীনগরে তৃণমূলের পথসভা

এদিন পথ সভায় বক্তব্য রাখেন সিপিএম নেতা ভারতেন্দ্র চৌধুরী গণেন্দ্রনাথ মজুমদার এবং দেবব্রত সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here