রথযাত্রা ও গণতন্ত্র বাঁচাও যাত্রা ঘিরে তৃণমূলের কটাক্ষ

0
219

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার রথ দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশের পূর্বে
রথযাত্রাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল কংগ্রেস তরজা তুঙ্গে।বিজেপি দলকে ‘টু ম্যান শো’ বলে কটাক্ষ করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষ।

নিজস্ব চিত্র

অর্পিতা ঘোষ বলেন “বিজেপি এত সাংঘাতিক একটা দল যখন বলে গণতন্ত্র বাচাও, রথ বের করে তখন আমার হাসি পাই।” তিনি তাচ্ছিল্যের সুরে বলেন বিজেপি বলছে গণতন্ত্র বাঁচাও।প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী ৭ ডিসেম্বর তারিখে ২০১৯-এর অঙ্গীকার-গণতন্ত্রের অধিকার-এর বার্তা নিয়ে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হতে চলেছে বিজেপির গণতন্ত্র বাচাও যাত্রা কর্মসূচী।যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি প্রদক্ষিণ করে বিজেপির এই রথ দক্ষিণ দিনাজপুর জেলার দেহাবন্দ এলাকায় প্রবেশ করার কথা আগামী ২১শে ডিসেম্বর।তিন দিন ধরে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা কর্মসূচীর এই রথ দক্ষিণ দিনাজপুর জেলায় তিন দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করার কথা এবং গণতন্ত্র বাচাও যাত্রা কর্মসূচীর অন্তিম দিনে দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট শহরে জনসভা করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর।বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার নেতৃত্ব ইতিমধ্যেই গণতন্ত্র বাঁচাও যাত্রার রথ পরিক্রমাকে সফল করে তুলতে জেলায় সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়েছে এবং সেই সঙ্গে বিজেপির শাখা সংগঠনগুলিও নেমেছে যেমন প্রচারে তেমনি বিজেপির এই কর্মসূচীর পালটা প্রচারে নেমেছে কেন্দ্রবিরোধী রাজনৈতিক দলগুলি মূলত তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিজেপির গণতন্ত্র বাচাও যাত্রা প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ‘হাল্লা বোল’-এর ন্যায় পালটা তোপ দেগে বলেন সাড়ে চার বছরে মানুষ বিজেপি সরকারকে দেখে নিয়েছে, মানুষ দেখেছে যে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার যে কাজগুলি করেছে তার প্রত্যেকটা জনগণের বিরোধী। তিনি বলেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার যদি তারা কোন কাজ করে থাকে তাহলে তা একশ্রেণীর লোকদের জন্য। বিত্তবানদের জন্য নোটবন্দী করা হয়েছে। আরও অভিযোগ এনে অর্পিতা ঘোষ বলেন “এমন একটাও স্কিম আপনি পাবেন না যেটা জনগণের স্বার্থে করা হয়েছে, যে স্কিমগুলি আছে সেগুলি ইউ.পি.এ সরকার করেছিল। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সেই স্কিমগুলির নাম শুধু পরিবর্তন করেছে মাত্র।”

অর্পিতা ঘোষ। নিজস্ব চিত্র

এর পাশাপাশি রথ চালিয়ে হয়ত অন্য কোন প্রদেশে হতে পারে কিন্তু বাংলায় কিছু হবে না বলে বিজেপি নেতৃত্ব-র বিরুদ্ধে পালটা রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ-এর মন্তব্যের পালটা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপিও।বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন “মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন,তার ভাইপো প্রলাপ বকছেন, স্বাভাবিকভাবে তিনিও প্রলাপ বকছেন।

শুভেন্দু সরকার। নিজস্ব চিত্র

এর পাশাপাশি তিনি এদিন এও বলেন “সমাজের সর্বস্তরের মানুষ এই যাত্রায় যুক্ত হবেন এবং বাংলায় তৃণমূল কংগ্রেসের যে স্বৈরাচারীতা গণতন্ত্রকে হত্যা করার যে প্রচেষ্টা এর বিরুদ্ধে মানুষ এই যাত্রার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here