শুভম বন্দ্যোপাধ্যায়,কলকাতাঃ
কোন কোন ক্ষেত্রে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠলেও অনেক ক্ষেত্রেই মানবিক মুখ দেখা যায় পুলিশের। সেরকম একটি ঘটনা ঘটিয়ে ফেললেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী।চোখের সামনে সদ্য প্রসব হওয়া এক শিশু ও মাকে কাতরাতে দেখে তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করলেন।
করোনা পরিস্থিতিতে সংক্রমণের সম্ভাবনা থাকলেও মানবিকতাকে বেশি গুরুত্ব দিলেন তিনি।মঙ্গলবার দুপুরে ১টা নাগাদ তখন নিয়মমাফিক টহল দিচ্ছিলেন ওই পুলিশ কর্তা। হঠাৎই বাসন্তী হাইওয়ের ওপর চৌবাগার কাছে হঠাৎ তাঁর কানে আসে এক মায়ের চিৎকার । দেখা যায়, রাস্তার ধারে শুয়ে অসহ্য গর্ভযন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা। তাকে ঘিরে রয়েছেন স্থানীয় কয়েকজন মহিলা। আর তার কয়েক মিনিটের মধ্যে তার চোখের সামনে ঘটনাস্থলেই এক পুত্রসন্তান প্রসবও করেন তিনি।
আরও পড়ুনঃ দেখা গেল পাঁশকুড়া থানার পুলিশের মানবিক মুখ,আপ্লুত এলাকাবাসী
রাস্তায় প্রসব হয়ে গেলেও ওই মূহুর্তে সদ্যোজাত ও তার মায়ের চিকিৎসার প্রয়োজন ছিল। এক বিন্দু সময় নষ্ট না করে মা এবং সদ্যোজাত শিশুপুত্রকে গাড়িতে তুলে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের দিকে ছোটেন সৌভিক।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডারের দাবিতে দিনহাটায় পথ অবরোধ
নিজের যোগাযোগ প্রয়োগ করে মূহুর্তের মধ্যে গ্রিন করিডোরের ব্যবস্থা করে ফেলেন তিনি। চৌবাগা থেকে চিত্তরঞ্জন হাসপাতাল পর্যন্ত সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় গ্রিন করিডর। ফলে দ্রুত মা ও শিশুকে নিয়ে তিনি পৌঁছে যান হাসাপাতলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584