শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবার সম্পর্কে বিশদে জানতে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় কুমার চক্রবর্তী। আজ তিনি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে কে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল, কুমারগঞ্জ ব্লক হাসপাতাল, হিলি ব্লক হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালগুলি ঘুরে দেখেন এবং জেলার স্বাস্থ্য পরিষেবার সম্পর্কে খোঁজ খবর নেন।
আজ অজয় কুমার চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার স্বাস্থ্যপরিসেবা সম্পর্কে তার মত ব্যক্ত করেন এবং জানান, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা থেকে পরিকাঠামো সবই সন্তোষজনক। আজ প্রথমে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করবার পরে হিলি এবং কুমারগঞ্জ ব্লক হাসপাতাল পরিদর্শন করেন।
জেলা স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গেছে, আগামীকাল জেলায় অজয় কুমার চক্রবর্তী তার পরিদর্শনের কাজ সারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584