পশুসম্পদ ও মৎস চাষে অনুপ্রেরনা দিতে সবং পঞ্চায়েত সমিতির বিশেষ উদ্যোগ

0
54

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Inspiration in animal resources and fishery farming at sabang 3
সভা মঞ্চ। নিজস্ব চিত্র

আজ সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং রাজ্য সরকারের প্রানী ও মৎস‍্য দপ্তরের সহযোগিতায় ওই পঞ্চায়েত এলাকার ১১৯ জন মহিলাকে হাঁস বাচ্চা বিলি করা হয়েছে।সেই সঙ্গে রাজ্য শিশু ও নারী সমাজ কল‍্যান দপ্তর থেকে  লোধা শবর সম্প্রদায়ের এর ৬৭ জনকে স্প্রে মেশিন এবং ৩৩ টি লোধা পরিবারকে দুটি করে মশারি দেওয়া হয়েছে।এছাড়াও আদিবাসীদের চারজনকে মাছের জন্যে হাড়ি জাল ইত্যাদি দেওয়া হয়।

আরও পড়ুনঃ কালনায় কৃষক বন্ধু প্রকল্পের চেক প্রদান

Inspiration in animal resources and fishery farming at sabang
হাঁসের বাচ্চা বিতরণ। নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক গীতা ভুঁইয়া,বিডিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়,পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি,কর্মাধ্যক্ষ আবু কালাম বকস। বিকাশ ভুঁইয়া এবং মৌসুমী দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here