নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা পরিস্থিতিতে রেশন কার্ড ছাড়া মানুষদেরও রেশন দেওয়ার কথা ঘোষনা করেন রাজ্য সরকার। তবে সরকারের নিয়ম থাকলেও আলিপুরদুয়ারে যাদের রেশন কার্ড নেই, তারা কিন্তু রেশন পাচ্ছেন না। তাই শনিবার এই অভিযোগ তোলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা।
আরও পড়ুনঃ লকডাউনে রমরমিয়ে চলা অবৈধ মদ-জুয়ার ঠেক বন্ধের নির্দেশ প্রশাসনের
এদিন আলিপুরদুয়ার জেলা প্রেস কর্নারে সাংবাদিক সন্মেলন করে এই অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি। যদিও তিনি বলেন, “জেলাতে রেশনের নামে নানান দুর্নীতি হচ্ছে। যে সব গ্রাহকদের রেশন কার্ড নেই, তারা আজও রেশন পাননি। তবে এই পরিষেবা বেশ কিছু ব্লকে দেওয়া হলেও, কালচিনিতে তা দেওয়া হচ্ছে না”। এর পাশাপাশি এদিন সাংসদ জন বার্লাকে চক্রান্ত করে ত্রান দিতে দেওয়া হচ্ছে না বলেও, অভিযোগ করেন বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584