করোনার জেরে যাদবপুরের ১২ পড়ুয়ার নিয়োগপত্র বাতিল মার্কিন কর্পোরেট সংস্থার

0
90

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনার জেরে মার্কিন কর্পোরেট সংস্থায় চাকরি পেয়েও হারাতে হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১২ পড়ুয়াকে। এরা সকলেই যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন বিভাগের স্নাতক বা স্নাতকোত্তর। মূলত করোনা মহামারীর কারণেই এই ছাত্রছাত্রীদের নিয়োগপত্র পাঠিয়েও তারা প্রত্যাহার করে নিচ্ছে বলে ই-মেলে জানিয়েছে ওই সংস্থা। একই সঙ্গে জানানো হয়েছে, ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হলে বাতিল পড়ুয়াদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

Jadavpur University | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, শুধু এই পড়ুয়ারাই নয়, করোনা মহামারী অনিশ্চয়তায় ফেলেছে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ভবিষ্যৎকে। মার্চ-এপ্রিলে বহু পড়ুয়াই পড়াশোনা শেষ করার পর প্লেসমেন্টের জন্য বিভিন্ন সংস্থায় আবেদন করেন, আবার বহু সংস্থা পড়ুয়াদের মধ্যে থেকে তাদের সংস্থার যোগ্য চাকুরীজীবী বেছে নিতে বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিকারিককে পাঠায়। তারাই ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যোগ্যতমদের বেছে নিয়ে নিজেদের সংস্থায় নিয়োগ করেন। কিন্তু এবারে লকডাউন এবং করোনা মহামারীর প্রকোপে থমকে গেছে সমস্ত প্রক্রিয়াটাই।

আরও পড়ুনঃ রাজ্যপালের ভাষা অপমানজনক নজিরবিহীন, পত্রযুদ্ধে মুখ্যমন্ত্রীর প্রত্যুত্তর

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য্য জানিয়েছেন, ‘ওই সংস্থাটি এই ১২ জন ছাত্রছাত্রীকে ইমেইল মারফত জানিয়েছে যে, তারা নিয়োগ পত্র প্রত্যাহার করে নিচ্ছে। এদের ওই সংস্থার ব্যাঙ্গালোরের কোম্পানিতে যোগ দেওয়ার কথা ছিল। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই কর্পোরেট সংস্থার সঙ্গে যোগাযোগ করি। ওরা আমাদের জানিয়েছে, যদি ওরা আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাহলে যাদবপুরের ওই ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেবে।” তবে এই ঘটনার জেরে পক্ষান্তরে যে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়ে গেল, সেকথা তিনি মেনে নিয়েছেন। তবে তাঁর কথায়, ‘এতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এখন পরিস্থিতি খারাপ, তাই ওরা নতুন করে নিয়োগ করছে না। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর। তবে আমাদের তরফে সব রকমের চেষ্টা করা হচ্ছে।’

গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিশ্বের অর্থনীতিকে। ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে একাধিক বড় সংস্থা কর্মী ছাঁটাই শুরু করেছে। শুধু তাই নয়, একাধিক কর্পোরেট সংস্থা নতুন করে আর কর্মী নিয়োগের পথেও হাঁটছে না। গোটা বিশ্বের অর্থনীতির পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করছেন বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা। আগামী দিনে চাকরির পরিস্থিতি যে কোন দিকে গড়াতে চলেছে, তা এই ঘটনাই পরিষ্কার করে দিয়েছে বলে দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here