মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা আক্রান্ত পরিচালক ফারাহ খান। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। একথা নিজেই জানান ফারাহ। তবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী তিনি।
‘ম্যায় হু না’, ‘ওম শান্ত ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো জনপ্রিয় বলিউড সিনেমার পরিচালক ফারাহ খান বলেন, “করোনা টিকার দুটো ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হলাম। টিকাকরণের পরেও যে করোনামুক্ত হওয়া সম্ভব নয়, সেটা ভুলে গেছিলাম।” তিনি আরও বলেন, “আমি করোনা আক্রান্ত। আমার সংস্পর্শে আসা সবাইকে একবার করোনা পরীক্ষা করে নেবেন।”
৫৬ বছর বয়সী চলচ্চিত্র পরিচালক ফারাহ খান সম্প্রতি একটি হিন্দি চ্যানেলের কমেডি শো-তে বিচারকের আসনে বসেছিলেন। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টীর সঙ্গেও একটি নাচের রিয়ালিটি শো-এ অংশ নিয়েছিলেন তিনি। এরপরই অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করান ফারাহ। তারই পজিটিভ রিপোর্ট এসেছে বুধবার।
আরও পড়ুনঃ একদিনে ১.৩০ কোটিরও বেশি মানুষের টিকাকরণ, রেকর্ড গড়ল ভারত
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার মুম্বইয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২৩ জন। মৃত্যু হয়েছে একজনের। সপ্তাহে এদিনই মৃতের সংখ্যা সবথেকে কম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584