আইয়ার ধামাকা স্বত্ত্বেও রাহানের ইন্ডিয়া সি জিতল দেওধর ট্রফি

0
78

স্পোর্টস ডেস্কঃ

শ্রেয়াশ আইয়ার ধামাকা স্বত্ত্বেও রাহানের ইন্ডিয়া সি জিতল দেওধর ট্রফি। ইন্ডিয়া সি’এর দেওয়া ৩৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২৩ রানে অলআউট হয়ে গেল ইন্ডিয়া বি। ফলে রাহানের নেতৃত্বে ইন্ডিয়া সি ২৯ রানে দেওধর ট্রফি জিতল।

ছবি -টুইটার

আজ ফাইনালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া সি। দুই ওপেনার অজিঙ্কে রাহানে ও ইশান কিশানের জোড়া সেঞ্চুরির দাপটে ৫০ ওভার ৭ উইকেট ৩৫২ রান তোলে। রাহানে করেন ১৫৬ বলে ১৪৪। তাঁর সঙ্গী ইশান কিশান ছিলেন বেশি আক্রমণাত্মক। তিনি করেন মাত্র ৮৭ বলে ১১৪। শেষের দিকে ১৮ বলে ৩৯ রান করেন সূর্য কুমার যাদব। ইন্ডিয়া বি’এর হয়ে জয়দেব উনাদকট ১০ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন।

জবাবে ব‍্যাট করতে নেমে ইন্ডিয়া বি, মায়াঙ্ক আগারওয়ালের (১৪) উইকেট তাড়াতাড়ি হারালেও অপর ওপেনার ঋতুরাজ গাইকোয়াড় ও দুই নম্বরে নামা শ্রেয়াস আইয়ারের আগুনে ব‍্যাটিংয়ের ফলে দ্রুত রান তুলতে থাকে। কিন্তু গাইকোয়াড় ৫৬ বলে ৬০ রানে আউট হওয়ার পর শ্রেয়াস আইয়ারের সঙ্গ দেওয়ার মত কেউ ছিলনা। শ্রেয়াস আইয়ার মাত্র ১১৪ বলে ১৪৮ রানে আউট হওয়ার পর থেকেই ইন্ডিয়া বি’এর লড়াই থেমে যায়। ইন্ডিয়া বি ৪৬.১ ওভারে ৩২৩ রানে অলআউট হয়ে যায়। ইন্ডিয়া সি’এর হয়ে নভদীপ সাইনি ২ উইকেট নেন। ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ হন অজিঙ্কে রাহানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here