নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে। মন্ডপে মন্ডপে শুরু হয়েছে মায়ের আরাধনা।মায়ের দর্শন পেতে প্রতিটি মন্ডপেই জনসমুদ্র।আপামর প্রতিটি বাড়িতেই দুর্গাবন্দনার সাথে সাথে শিউলির গন্ধ আর বিরুপাক্ষের চন্ডিপাঠ একাকার হয়ে গেছে। ঠিক সেই সময় জঙ্গল মহলে পালিত হয়ে গেল হুদুড়দুর্গা(মহিষাসুর) এর স্মরণ সভা।
আজ থেকে বছর তিনেক আগে এই স্মরণসভার সুচনা হয়েছিল শালবনীর কেঁন্দাশোল গ্রামে। স্থানীয় এক প্রাথমিক শিক্ষক কৃষ্ণকান্ত মাহাত এর সূচনা করেন।কৃষ্ণকান্ত বাবু বলেন,ভারতীয় সভ্যতা হল অনার্যদের সভ্যতা। আর্যরা ভারতে এসে অনার্যদের অন্যায় ভাবে তাদের সব কিছু দখল করে।অনার্যদের দুই বীর রাজা রাবন ও মহিষাসুর।সম্মুখ সমরে লড়াই করতে না পেরে এক নারীর ছদ্মবেশ ধারন করে অন্যায় যুদ্ধে তাদের বীর রাজা মহিষাসুরকে হত্যা করা হয়।সেই ব্যাথাকে স্মরণ করেই দাঁসাই নাচ,কাঁঠি নাচের মধ্য দিয়ে এই মহিষাসুর স্মরণ সভা পালিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584