ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীদের বাদ‍্যযন্ত্র প্রদান

0
103

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Instrument distribute to the bhawaiya musicians
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ণ ও সাংস্কৃতিক বোর্ডের পক্ষ থেকে রবিবার আলিপুরদুয়ার জেলার একশোর বেশি রাজবংশী মানুষ যারা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী তাদের বাদ‍্যযন্ত্র প্রদান করা হয়।এদিন আলিপুরদুয়ার পৌরসভার হলঘরে এক অনুষ্ঠানের মাধ‍্যম দিয়ে রাজবংশী শিল্পীদের বাদ‍্যযন্ত্র প্রদান করা হল।

Instrument distribute to the bhawaiya musicians
নিজস্ব চিত্র

 আরও পড়ুনঃ আদিবাসী মেলার সূচনা

Instrument distribute to the bhawaiya musicians
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন রাজবংশী ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন , আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তীর্কি সহ বিশিষ্টরা। আজ প্রায় ১০০ জনের হাতে হারমোনিয়াম,তবলা, ঢাক, খোল ইত‍্যাদি বাদ‍্যযন্ত্র তুলে দেওয়া হয়।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন,উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের মানুষজনের উন্নয়নে প্রচুর পরিকল্পনা নিয়েছেন।

Instrument distribute to the bhawaiya musicians
নিজস্ব চিত্র

কাজ ও হচ্ছে কোন সরকার রাজবংশীদের উন্নয়নে কোন ভুমিকা এতদিন নেয়নি।মুখ্যমন্ত্রী নিয়েছেন।স্বাভাবিক ভাবেই রাজবংশী সম্প্রদায়ের মানুষজনের উন্নয়ন আজ অনেক এগিয়েছে।আমরা চাই আর ও উন্নয়ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here