নিজস্ব সংবাদদাতা আলিপুরদুয়ারঃ
গ্যাস সিলিন্ডারে গ্যাস কম থাকার অভিযোগের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের ঝার বেলতলী এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় ঝাড় বেলতলীর জাহাঙ্গীর আলম নামে এক গ্রাহক গতকাল নিজের এলাকায় সাব ডিলারের কাছ থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসে।
সিলিন্ডারের ওজন দেখে সন্দেহ হওয়ায় মেপে দেখলে প্রায় ৪ কেজি ওজন কম দেখতে পায়। তার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
আরও পড়ুনঃ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে অসম, বিহারের বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ লক্ষ মানুষ
এই বিষয়ে গ্যাস এজেন্সির সাব ডিলার শম্ভু নাথ দাস জানান ” অনেক সময় গ্যাস লিকেজ হয়ে কমে যেতে পারে।” তবে গ্রাহকদের অভিযোগ গ্যাস এজেন্সিরা দিনের পর দিন গ্রাহকদের ঠকিয়ে চলেছে। এর বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন জাহাঙ্গীর বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584