আইসিকে তিরস্কার, বিতর্কে তৃণমূল কাউন্সিলর

0
94

সুদীপ পাল, বর্ধমানঃ

রাস্তায় দাঁড়িয়ে পুলিশ আধিকারিককে তিরস্কার করলেন এক তৃণমূল নেত্রী। অভিযোগ পুলিশ অফিসারকে হুমকি, গালিগালাজ করেছেন তিনি। গুসকরা পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর মল্লিকা চোংদারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

insult to Inspector of Police | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

জানা যায়, গুসকরা পুর অফিসের পিছনে বামুনপুকুর পাড়ে রয়েছে বেশ কিছু পরিবার। সন্ধ্যে নাগাদ এই পাড়ার কয়েকজন মিলে জুয়ার আসর বসিয়েছিল।

জুয়ার আসর নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন কয়েকজন স্থানীয়। এই নিয়ে এলাকাতে অশান্তি ছড়াতে থাকে। এই সময় পুলিশের টহলদারি ভ্যান সেদিকেই যাচ্ছিল। উত্তেজনা দেখে দাঁড়িয়ে পড়েন পুলিশকর্মীরা।

খবর পেয়ে গুসকরা ফাঁড়ির আইসি স্নেহময় চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন। ঠিক তখনই কয়েকজন অনুগামীর সঙ্গে হাজির হন গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী মল্লিকা চোংদার।

তারপরেই আইসি স্নেহময় চক্রবর্তীর সাথে মল্লিকাদেবীর বাদানুবাদ শুরু হয়। মল্লিকাদেবীর বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও তাঁর বক্তব্য, স্থানীয়রা স্নেহময়বাবুর প্রতি ক্ষুব্ধ। নিরীহদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদাসীনতা নিয়ে কটাক্ষ অধীরের 

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৮ থেকে টানা চারবার গুসকরা পৌরসভার কাউন্সিলর হয়েছিলেন মল্লিকাদেবী। ২০০৮ সালের উপপুরপ্রধান হন তিনি। একাধিক বিতর্কে তাঁর নাম জড়িয়েছে। পুরসভার সামনে বোমাবাজি, পুরসভার মধ্যে চুলোচুলি থেকে শুরু করে দলের একাধিক নেতার সাথে মতবিরোধ।

গুসকরা শহর সভাপতি কুশল মুখোপাধ্যায় এই ঘটনা সম্পর্কে বলেন, দলের সঙ্গে মল্লিকাদেবীর কোনো যোগাযোগ নেই। পুলিশকর্মীকে এই ভাষা বললে অন্যরা কী শিখবে বলেও তিনি প্রশ্ন তোলেন। যদিও মল্লিকাদেবীর কথা অন্যায় হলে প্রতিবাদ করবেন তিনি। তার জন্য গ্রেফতার হলেও হবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here