ওয়েবডেস্কঃ–
মহারাষ্ট্রের ভিমা কোরেগাঁওয়ে দলিতদের বিজয় দিবসে গন্ডগোলের ঘটনায় আজ দেশব্যাপী বিদ্বজ্জনদের গ্ৰেফতার করল পুলিশ। জানুয়ারী মাসের সেই জমায়তে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ফরিদাবাদ, গোয়া, মুম্বাই, থানে, রাঁচি, হায়দ্রবাদে মোট ন’জন বিদ্বজ্জনের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে সমাজকর্মী সুধা ভরদ্বাজ হায়দ্রাবাদ থেকে কবি ও মানবাধিকার কর্মী ভারাভারা রাও, গৌতম নাভলাখা, অরুণ ফেরেরা উল্লেখযোগ্য।
ঐ দিনের ঘটনা ও আজকে গ্ৰেফতার হওয়া বিদ্বজ্জনেদের সঙ্গে মাওবাদীদের যোগ আছে সন্দেহ করেই আজকের ধরপাকড়। তাঁরা নাকি পুনের ভীমা কোরেগাঁওয়ে দলিত বনাম বর্ণহিন্দুদের মধ্যে ঐদিনের সঙ্ঘর্ষে মদত দিয়েছিলেন। এমন–কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রেও জড়িত! মাওবাদীদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ।
উল্লেখ্য, ঐ ঘটনার জেরে প্রায় তিন দিন স্তব্ধ হয়ে যায় সারা মহারাষ্ট্র। তবে আজকের গ্ৰেফতারিতে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায় বলেন, কবি, সাহিত্যিক, দলিত আন্দোলনকারী, আইনজীবীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যেন জরুরি অবস্থা জারি আছে।
তিনি আরো বলেন, ওদের উচিত গোরক্ষার নামে যারা গণপিটুনি দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে এবং উস্কানি দিচ্ছে, তাদের আটক করা। বিচারের পক্ষে বা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিরুদ্ধে বললেই অপরাধী সাব্যস্ত করা হচ্ছে।
পুলিশের ধরপাকড়ের খবর সামনে আসার পর বিজেপির নিন্দা করে যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। গুজরাটের দলিত নেতা জিগ্নেশ মেওয়ানি, ফিল্মমেকার নকুল সিংহ, সমাজকর্মী স্বামী অগ্নিবেশ ও আরো অনেকে এই যৌথ বিবৃতি দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584