বাস্কেটবল খেলছে ৭ ফুট ৪ ইঞ্চি লম্বা চাইনিজ কিশোরী! ভাইরাল ভিডিও

0
67

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

নাম জাং জিউ। বয়স ১৪। বাড়ি চিনের শানডং এলাকায়। ৭ ফুট ৪ ইঞ্চি লম্বা এই কিশোরী ন্যাশনাল বাস্কেটবল লিগের মহিলা ফাইনালে ভালো খেলে সমগ্র চিনবাসীর মন জয় করে নিয়েছে। জাং জিউ আশা করেন যে পরবর্তী চিনা বাস্কেটবল সুপারস্টার হিসাবে নেটিজেনরা তাঁকেই বেছে নেবে। ঠিক যেমনভাবে ইয়াও মিং-কে বাস্কেটবলের সুপারস্টার বানিয়েছিল চিনাগণ।

Chinese girl viral video
সৌজন্যেঃ গ্লোবাল টাইমস

বৃহস্পতিবার চিনের টুইটার, জাতীয় সিনা ওয়েইবো সূত্রে জানা যায়, মোট ৪২ পয়েন্ট অর্জন করার পরে, তার দলকে এই প্রতিযোগিতায় জয়ী করতে সাহায্য করে ওই কিশোরী। সম্প্রতি চীনের হুবেই প্রদেশের জিংজহুতে অনুষ্ঠিত হয় এই বাস্কেটবল প্রতিযোগিতা। অসামান্য খেলার মধ্যে জাং জিউ ২৫ রিবাউন্ড ক্যাপচার এবং ছয়টি শট ব্লক করে।

আরও পড়ুনঃ “দেখলাম একটি মেয়েকে তাড়া করছে, কিন্তু আমার মেয়ে বুঝিনি”: দিল্লিতে খুন হওয়া কিশোরীর মা

ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে জাং জিউ-এর একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে বছর ১৪ ওই কিশোরী সেখানে উপস্থিত সব কিশোরীর চেয়ে অনেকটাই লম্বা। তাঁর উচ্চতা প্রায় ৭ ফুট ৪ ইঞ্চি। তিনি চিনা বাস্কেটবল সুপারস্টার ইয়াও মিংয়ের সমান উচ্চতাসম্পন্ন নারী। ভিডিওয়ে এও দেখা যাচ্ছে যে সবার সামনে বাস্কেটবল খেলার পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে জাং জিউ। আর প্রতিযোগিতার সময়, তিনি সহজেই কোর্টের চারপাশে এবং হুপে ফেলে দেওয়া বলগুলিকে সহজেই আটকাচ্ছেন।

আরও পড়ুনঃ দোকানে ঢুকে মদ্যপান করলো বাঁদর!

নেটিজেনদের মধ্যে অনেকেই জাং জিউকে ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে বলেন, বছর ১৪-র এই কিশোরীই দ্বিতীয় ইয়াও মিং এবং চিনা মহিলা বাস্কেটবল সুপারস্টার হলেন জাং জিউ। আবার কেউ কেউ তাঁকে বলেন, “মাত্র ১৪ বছর বয়সে জাং জিউ এত দক্ষতার সঙ্গে বাস্কেটবল খেলে, যে ভবিষ্যতে তাঁর সাফল্যকে কেউ আটকাতে পারবে না। বাস্কেটবলে সেরার সেরা হবে এই চিনা কিশোরী।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here