নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ভাষা ব্যবহারে অভিযুক্ত রামভক্ত গোপালের জামিনের আবেদন খারিজ করে দিল গুরুগ্রাম আদালত। জামিনের আবেদন প্রসঙ্গে বিচারক বলেন, “এই ধরণের মানুষ দেশের জন্য করোনা অতিমারীর চাইতেও ভয়ঙ্কর।”
হরিয়ানার এক মহা পঞ্চায়েতে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে রামভক্ত গোপালের বিরুদ্ধে। এই গোপালই দিল্লিতে নাগরিকত্ব আইনের এক প্রতিবাদ সভায় গুলি চালিয়েছিল। কিন্তু তখন গোপালের বয়স ছিল ১৭ বছর। তাই প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে দিল্লির জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশ মতো তাকে ১৪ দিনের প্রতিরক্ষামূলক হেফাজতে পাঠানো হয়েছিল।
আরও পড়ুনঃ গত বছরের করোনাজনিত কঠোর ‘লকডাউন’ ছিল অসাংবিধানিক, জানাল স্পেনের শীর্ষ আদালত
উল্লেখ্য, রামভক্ত গোপাল যখন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মহিলাদের উদ্দেশ্য করে অবমাননাকর কথাবার্তা বলছিল তখন তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি এক নির্দিষ্ট ধর্মের মহিলাদের অপহরণ করার কথাও তাকে বলতে শোনা যায়। এরপরে আরেকটি ভিডিওতে তার যাবতীয় কথার দায় সে স্বীকার করে এবং একই ভাবে সাম্প্রদায়িক হিংসার কথা বলতে দেখা যায় তাকে। গোপাল গ্রেটার নয়ডার জেওয়ার-এর বাসিন্দা।
আরও পড়ুনঃ ধর্মীয়-সহ যেকোনো ভাবাবেগ মৌলিক অধিকারের কাছে গৌন, কানওয়াড় যাত্রা নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের
রামভক্ত গোপালের জামিনের মামলার শুনানির পর রায় দেওয়ার সময় বিচারপতি মোহাম্মদ সাগির বলেন, ” ইদানিং জাতি-ধর্মের ভিত্তিতে আপত্তিকর শব্দ ব্যবহার করা রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে এমনকি এই ধরণের ঘটনা নিয়ন্ত্রণ করতে পুলিশও অসহায়। যারা এই ধরণের বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ায় তারা আদতে দেশের অনেক বেশি ক্ষতি করছে অতিমারীর তুলনায়।” এই মন্তব্য করে গোপালের জামিনের আবেদন খারিজ করে দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584