আন্তঃ প্রাণী সম্পর্ক বিষয়ক সেমিনার

0
84

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

 Inter-animal Relations Seminar

রাজ্য সরকারি প্রকল্প গুলি সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা শাসক ড: পি. উল্গানাথনের নেতৃত্বে বিভিন্ন শিবির ও সচেতনতামূলক কর্মসূচী লক্ষ্য করা গেছে।মানব জীবনের পাশাপাশি পরিবেশে আমাদের আশেপাশে এমন বহু প্রাণী আছে। কিন্তু মানুষ নিজের অস্তিত্ব ছাড়া বাকি প্রাণীদের সুবিধা অসুবিধা সম্পর্কে অসচেতন হয়ে পড়ে।

 Inter-animal Relations Seminar
জেলা শাসক ডাঃ পি উলগানাথন। নিজস্ব চিত্র

তার নিদর্শন আমরা বহুবার পেয়েছি- নিপীড়ন ও অত্যাচার করা হয় পথচলতি বহু পশুদের উপর। মানুষ ভুলে যায় যে তাদের ও প্রাণ আছে, তাদেরও কষ্ট আছে, তাদেরও খিদে আছে, তারাও ভালোবাসার অধিকারী। আজ সেই বিষয়টিকে মানুষের মধ্যে তুলে ধরার জন্য সয়ম্ভর গোষ্ঠীর মহিলা, স্কুলের ছাত্রী, সিভিল ডিফেন্স ও প্রাণী মিত্রদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। তাদের সামনে মানুষ ও পশুদের মধ্যে যে বিভেদ ও অবিভেদ আছে সেটি তুলে জেলা শাসক।

 Inter-animal Relations Seminar
মেঘা মেহেরা,প্রতিষ্ঠাতা AART। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে গৈরিকরণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির সভা

তিনি জানান, ” এতদিন অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে চিন্তাভাবনা করলেও সেই ভাবে নজর দেওয়া হয়নি। তবে আজ মেঘা মেহরার AART সংস্থার সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি পালন করা হল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here