সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
কচিকাঁচাদের কলকাকলিতে ভরে উঠলো রানীয়ড মাঠ।মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ২নং শীর্ষা গ্রাম পঞ্চায়েতের রানীয়ড় মাঠে অনুষ্ঠিত হল প্রাথমিকস্তরের চল্লিশ তম আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া অঞ্চল প্রতিযোগিতা।
অংশ গ্রহণ করেছিল সংশ্লিষ্ট অঞ্চলের ২০ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪ টি শিশু শিক্ষা কেন্দ্রের ৫৬৬ জন ক্ষুদে শিক্ষার্থী। ক্রীড়াক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের তিনটি বিভাগের ২৮টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।এরই পাশাপাশি শিক্ষকরা ১০০ মিটার দৌড়ে এবং শিক্ষিকারা ৫০ মিটারের গুলি চামচ দৌড়ে অংশ নেন।ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনার বিশেষ দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক চন্দন চক্রবর্তী।শিক্ষক সৌরভ রথ,শান্তনু রায়,অমিত্র পান,দীপঙ্কর শীট ও তাপস গুঁইন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের যোগ্য সহযোগিতায় প্রতিযোগিতাটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।পতাকা উত্তোলন,কচিকাঁচাদের মার্চপাস্ট ও বন্ধুত্বসুলভ প্রতিদ্বন্দ্বিতায় শপথবাক্য পাঠের মাধ্যমে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা।মুক্ত আকাশে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেশপুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পান এবং ২ নং শীর্ষা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র সানি।
ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে ক্রীড়া প্রতিযোগিতার আসরে উপস্থিত ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত।সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।প্রথম স্থানাধিকারীরা ব্লক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
আরও পড়ুনঃ নবীর জন্মদিবসে রক্তদান শিবিরের আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584