কোচবিহার জেলা আন্তঃবিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা তুফানগঞ্জে

0
87

মনিরুল হক, তুফানগঞ্জঃকোচবিহার জেলা আন্তঃ বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল তুফানগঞ্জে। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের( মাধ্যমিক) উদ্যোগে আজ তুফানগঞ্জ সুইমিং পুলে এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

নিজস্ব চিত্র

এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, তুফানতগঞ্জের বিধায়ক ফজল করিম মিঞা, পুরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা, তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার সম্পাদক চাঁদমোহন সাহা ও অন্যান্যরা। জেলার বিভিন্ন স্কুলের প্রায় ১৯০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের বয়সের ভিত্তিতে এই সাঁতার প্রতিযোগিতায় ত্রিশটির বেশি ইভেন্ট আছে বলে জানা গিয়েছে। একদিনের এই সাঁতার প্রতিযোগিতা উপভোগ করতে তুফানগঞ্জের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ এদিন সেখানে উপস্থিত হয়েছিলেন।

সাঁতার প্রতিযোগি। নিজস্ব চিত্র

 

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আন্তঃ বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ গ্রহণ করেছে। তুফানগঞ্জ সুইমিং পুলে এর আগে বেঙ্গল অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতা হয়েছে। এখানে সাঁতার শেখা ও প্রশিক্ষণ নেওয়ার মোত পরিকাঠামো আছে। জেলার ছেলে মেয়েরা ভালো ভাবে সাঁতার শিখে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় যেতে পারে সেটাই আমাদের লক্ষ্য। সাঁতার স্বাস্থ্যের পক্ষেও ভালো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here