নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মঙ্গলবার মালদহ কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হল তৃতীয় বর্ষ মালদহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। তালাশ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলার অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) অরুণ কুমার রায়, সদর মহাকুমা শাসক সুরেশচন্দ্র রানো সহ অনান্যরা।
এই বছর প্রথম তালাশের উদ্যোগে স্থানীয় শিশুদের তৈরী সিনেমা প্রদর্শীত হয়। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২৫ জন শিশু মিলে সাতটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরী করেছে।
সেগুলিই এদিন প্রদর্শীত হয়। তাদের তৈরি সিনেমা দেখতে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়া উপস্থিত ছিল।
সমাজের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ক্ষুদেরা এই সিনেমা গুলি তৈরি করেছে। তালাশের পক্ষ থেকে প্রথমে তাদের ক্যামেরা চালানো থেকে সিনেমার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584