আন্তর্জাতিক নাট্য উৎসবে ছন্দমের ‘মেদেয়ারা’ আমন্ত্রিত

0
180

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

international drama festival
নিজস্ব চিত্র

নাট্যজগতে রায়গঞ্জের ছন্দম বরাবরই সমীহ আদায় করে নিয়েছে নাট্যপ্রেমীদের। একাধিক মঞ্চসফল নাটক জন্ম নিয়েছে ছন্দমের মঞ্চ থেকে।এবারে সেই সাফল্যের মুকুটে যোগ হল নতুন একটি পালক।ছন্দমের নতুন প্রযোজনা মেদেয়ারা আমন্ত্রণ পেল ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারতের আন্তর্জাতিক নাট্য উৎসব ‘২০ তম ভারত রঙ্গ মহোৎসবে। আগামী ২০ ফেব্রুয়ারি দিল্লীর শ্রীরাম অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে এই নাটকটি।নাটকটির রচয়িতা হর ভট্টাচার্য ও পরিচালক গৌতম মুখার্জী।

আরও পড়ুনঃ নাট্য উৎসবের সূচনা কামাখ্যাগুড়িতে

গ্রীক সাহিত্যিক ইউরিপিদিসের ‘মেদেয়া’ মাইথোলজি অবলম্বনে নাটকটি লিখেছেন হর ভট্টাচার্য।পরিচালক গৌতম মুখার্জীর দক্ষতায় ইতিমধ্যেই নাটকটি দর্শকদের দ্বারা প্রশংসিত।মেদেয়া আসলে একটি আগুনের নাম। পুরুষের অহংকার, নারীকে অপমান,নির্যাতন ও পুরুষতন্ত্রের রাজনীতিকে ধ্বংস করে দেয় মেদেয়া। প্রতিটি নারীই প্রতিহিংসার আগুন বুকে নিয়ে পুরুষের রাজনীতিকে শেষ করে দেয়।

চোখের জল বদলে যায় প্রতিহিংসার আগুনে। পুরুষকে নয় পুরুষতন্ত্রের সুবিধাবাদী রাজনীতিকে গুঁড়িয়ে দেয় মেদেয়ারা। কোরিওগ্রাফি -আবহ প্রয়োগে দেবকুমার পাল,আলোতে সৌমেন চক্রবর্তী, মঞ্চনির্মানে নীল কৌশিকের কাজ অসম্বভ সুন্দর।বৃহস্পতিবার ছন্দমের অফিস ঘরে সাংবাদিক বৈঠক করেন সংস্থার সভাপতি হরিনারায়ণ রায়।তিনি বলেন আন্তজার্তিক নাট্য উৎসবে ছন্দমের নাটক সুযোগ পাওয়ায় আমরা অভিভূত। সকল নাট্যপ্রেমী মানুষকে আমাদের পাশে থাকার জন্য অভিনন্দন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here