নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশেই জারি হয়েছে লকডাউন। লকডাউনের শুরুতেই অন্যান্য গণপরিবহন পরিষেবার মতোই বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবাও। এবার এই করোনা আবহের মধ্যেই চালু হল আন্তর্জাতিক বিমান পরিষেবা।
শুক্রবার থেকে শর্তসাপেক্ষ চালু হল আন্তর্জাতিক বিমান পরিবহন। তবে আপাতত কিছু নির্দিষ্ট রুটে চালু হচ্ছে এই পরিষেবা। বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিকভাবে চালু হয়ে যাচ্ছে। তবে নির্দিষ্ট রুটে শুধুমাত্র কয়েকটি রাষ্ট্রের মধ্যেই ভারতের বিমান পরিবহন পরিষেবা শুরু হবে।
প্রাথমিকভাবে আমেরিকা, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ভারতের সমঝোতা হয়েছে। আজ, শুক্রবার ভারতের কয়েকটি শহর থেকে প্যারিস ও নিউইয়র্কে প্রথম দফার বিমান চলাচল শুরু হবে। ১ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু থেকে প্যারিসে মোট ২৮ টি ফ্লাইট যাতায়াত করবে। আপাতত শুধুই এয়ার ফ্রান্স এয়ারলাইন্স সংস্থা বিমান চালাবে।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষে ফোটোগ্রাফি প্রতিযোগিতা ডাকবিভাগের
আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স ৩১ জুলাই পর্যন্ত ১৮ টি ফ্লাইট চালাবে। এরপর শুরু হবে জার্মানির ফ্লাইট। আন্তর্জাতিক বিমান পরিবহন স্বাভাবিক বলতে বোঝায়, যে কোনও যাত্রী নির্দিষ্ট দেশের ভিসা নিয়ে যে কোনও দেশের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। কিন্তু এক্ষেত্রে এখনই সেই স্বাভাবিকতা ফিরছে না।
আরও পড়ুনঃ ‘মুহাম্মদ:দ্য মেসেঞ্জার অফ গড’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর
উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন, জার্মানি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে আবেদন করছে, ভারত দ্রুত চালু করুক আন্তর্জাতিক বিমান পরিষেবা। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ভারত রাজি হয়নি। শুধু তাই নয়, বহু রাজ্যই চাইছে না এই করোনা পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট তাদের বিমান বন্দরে প্রবেশ করুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584